নিবন্ধ
অবয়ব
নিবন্ধ হচ্ছে একটি এক ধরনের লেখা যা কাগজে বা বৈদ্যুতিক মাধ্যমে প্রকাশিত হয়। খবর, গবেষণা, শিক্ষা, বিতর্ক ইত্যাদি উদ্দেশ্যে নিবন্ধ হতে পারে। প্রবন্ধের চেয়ে নিবন্ধের বিস্তার ছোট।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]সংস্কৃত থেকে নিবন্ধ শব্দটি এসেছে। প্রয়োগভেদে এর অর্থ রচনা, উপায়, ব্যবস্থা, ভাগ্য ইত্যাদি হয়।
খবরের নিবন্ধ
[সম্পাদনা]বর্তমান বা সাম্প্রতিক খবর নিয়ে পত্রিকায় বা খবরের ওয়েবসাইটে প্রকাশিত লেখাই খবরের নিবন্ধ। এই ধরনের নিবন্ধে সবচেয়ে সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ তথ্য উপরে থাকে তারপর অন্যান্য তথ্য নিচে থাকে।
গবেষণা সাময়িকী নিবন্ধ
[সম্পাদনা]গবেষণা সাময়িকীতে প্রকাশিত নিবন্ধগুলো উক্ত বিষয় নিয়ে গবেষণাধর্মী রচনা হয়ে থাকে।
আরো দেখুন
[সম্পাদনা]
উইকিঅভিধানে নিবন্ধ শব্দটি খুঁজুন।