নিনা ডব্রেভ
নিনা ডব্রেভ | |
---|---|
Николина Константинова Добрева | |
![]() ২০১৪ তে ডবরেভ | |
জন্ম | নিকোলিনা কন্সটেনটিনোভা ডবরেভা ৯ জানুয়ারি ১৯৮৯ |
জাতীয়তা | কানাডিয়ান এবং বুলগেরীয় |
পেশা |
|
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
ওয়েবসাইট | www |
নিনা ডব্রেভ (জন্মেছেন নিকোলিয়া কন্সটেনটিনোভা ডডব্রেভভা বুলগেরীয়: Николина Константинова Добрева; জানুয়ারি ৯, ১৯৮৯)[১] তিনি একজন বুলগেরীয় কানাডিয়ান অভিনেত্রী এবং মডেল।[২][৩] তিনি ডিগরেসি: দি নেক্সট জেনারেশন নামের একটি ধারাবাহিক নাটকে মিয়া জোনস চরিত্রে অভিনয় করেছেন। ২০০৯-১৫ সাল পর্যন্ত ডবরেভ এলিনা গিলবার্ট চরিত্রে অতিপ্রাকৃতিক ধারাবাহিক দ্য ভ্যাম্পায়ার ডায়রিস-এ অভিনয় করেন। ডবরেভ ২০১২ সালে নাট্য-চলচ্চিত্র দি পার্কস অফ বিয়িং এ ওয়ালফ্লাওয়ার চলচ্চিত্রে। ২০১৪ ও ২০১৫ সালে তিনি যথাক্রমে লেটস বি কপস এবং ফাইনাল গার্ল চলচ্চিত্রে অভিনয় করেন।
প্রারম্ভের জীবন[সম্পাদনা]
ডব্রেভ জন্মগ্রহণ করেন সেফিয়া, বুলগেরীয়ায়। তার বয়স যখন ২ তার পরিবার টরেন্টো, অন্টারিও, কানাডাতে অবস্থান পরিবর্তন করেন।[৪]। [৫] তার একজন বড় ভাই আছে, নাম, আলেকসান্ডার ডবরেভ.তার বাবা একজন কম্পিউটার বিশেষজ্ঞ এবং মা একজন শিল্পী।[৪] তিনি রেয়ারসন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে পড়েছিলেন।[৬]
চলচ্চিত্র[সম্পাদনা]
বছর | শিরোনাম | চরিত্র | ব্যাখ্যা |
---|---|---|---|
২০০৬ | রিপো! দি জেনেটিক অপেরা | টিনএজ যাইড্রেট এডিক্ট | ছোট চলচ্চিত্র |
২০০৬ | এওয়ে ফ্রম হার | মনিকা | |
২০০৭ | হাও সি মোভ | টল গার্ল ইন বাথরুম | |
২০০৭ | দি পয়েট | রিকেল | |
২০০৭ | টু ইয়াং টু মেরি | জেসিকা কারপেন্টার | |
২০০৭ | ফুগেটিভ পিসেস | বিলা | |
২০০৭ | মুকি'জ ল | রোসাবেলা | ছোট চলচ্চিত্র |
২০০৯ | ইউ গট দি লাইট | গার্ল | ছোট চলচ্চিত্র |
২০০৯ | কালউই | অ্যানা | |
২০১১ | দি রুমমেট | মারিয়া | |
২০১১ | অ্যারেনা | লরি লর্ড | |
২০১২ | দি পার্কস অফ বিইং এ ওয়ালফ্লাওয়ার | ক্যানডেস কিলমেকিস | |
২০১৪ | লেট'স বি কপস | জোসি | |
২০১৫ | দি ফাইনাল গার্লস | ভিকি সামারস | |
২০১৬ | ক্রাস প্যাড | হান্নাহ | |
২০১৭ | এক্সএক্সএক্স: দি রির্টান অফ রার্ডার কেজ | বেকি ক্লেরাইডস | |
২০১৭ | ফ্লাটলিনার্স | মারলো | |
TBA | ডিপার্টট্যুরেস | ইজি | শ্যুটিং চলছে; |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Nina Dobrev Biography"। TV Guide। সংগ্রহের তারিখ এপ্রিল ৬, ২০১৫।
- ↑ Dobrev, Nina। "Nina Dobrev's Twitter feed"। Twitter।
- ↑ "Усмихнатата, красива и позитивна българка Нина Добрев"। Struma। জানুয়ারি ১৩, ২০১৩। ১৯ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১, ২০১৩।
- ↑ ক খ Calhoun, Crissy (২০১০)। "Cast Bios: Nina Dobrev"। Love You To Death: The Unofficial Companion to The Vampire Diaries। Ecw Pr। আইএসবিএন 978-1-55022-978-3।
- ↑ "Dobrev: 'I'm proud to be Bulgarian'"। Digital Spy। নভেম্বর ২২, ২০১০। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০১৪।
- ↑ "Degrassi Gets Schooled"। TheEyeopener.com। নভেম্বর ৪, ২০০৮। ১৩ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৭, ২০০৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে নিনা ডব্রেভ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |