নিখিল হলদিপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিখিল হলদিপুর (জন্ম ১৯ ডিসেম্বর ১৯৭৭ কলকাতায়) একজন ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটার। তিনি একজন বাঁ-হাতি ব্যাটসম্যান এবং পশ্চিমবঙ্গ, ভারত বি, ভারত এ, রেস্ট অফ ইন্ডিয়া, ইস্ট জোন এবং গোয়ার প্রতিনিধিত্ব করেছেন।[১]

১৯৯৮ সালে তিনি অমিত পাগনিস (মুম্বাই), মহম্মদ কাইফ (উত্তরপ্রদেশ) এবং রেতিন্দর সিং সোধি (পাঞ্জাব) এর সাথে ক্যাস্ট্রল মোস্ট প্রমিজিং ক্রিকেটার অ্যাওয়ার্ড জিতেছিলেন।[২]

তিনি কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুলে পড়াশোনা করেছেন। দেশের সেরা বাঁ-হাতি ব্যাটসম্যানদের একজন হিসাবে স্বীকৃত হওয়া সত্ত্বেও নিখিল হলদিপুর কখনও ভারতীয় জাতীয় দলে জায়গা করেনি।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইএসপিএনক্রিকইনফোতে নিখিল হলদিপুর (ইংরেজি)
  2. "Archived copy"। ১৭ নভেম্বর ২০০০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১১ 
  3. http://www.hindu.com/tss/tss3004/stories/20070127001601300.htm[অকার্যকর সংযোগ]

আমি মনে করি তার পূর্বপুরুষ কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কুমতার কাছে হলদিপুর থেকে এসেছে। খুবই প্রতিভাবান একজন খেলোয়াড়। অনেক অজ্ঞাত নায়কের মতো যথাযথ স্বীকৃতি পাননি।