বিষয়বস্তুতে চলুন

নিকোলাস আইলওয়ার্ড ভিগর্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিগর্স অঙ্কিত টুক্যান, ১৮৩১, ক্যানভাসে তেলরং

নিকোলাস আইলওয়ার্ড ভিগর্স (১৭৮৫ – ২৬ অক্টোবর ১৮৪০) একজন আইরিশ প্রাণিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

১৭৮৫ সালে আয়ারল্যান্ডের কার্লো কাউন্টিতে ভিগর্সের জন্ম। তিনি অক্সফোর্ডের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেন। ১৮০৯ থেকে ১৮১১ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকেন। এরপর তিনি অক্সফোর্ডে ফিরে আসেন এবং ১৮১৫ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন। আইনজীবী হিসেবে কিছুদিন কাটানোর পর ১৮৩২ সালে বেসামরিক আইনের উপর ডক্টরেট ডিগ্রী লাভ করেন।[]

প্রাণিবিজ্ঞান

[সম্পাদনা]
ভিগর্স বর্ণিত "স্যাবিনের চ্যাগা", ১৮২৫ সালে টমাস বেউইক অঙ্কিত, হিস্ট্রি অব ব্রিটিশ বার্ডস[]

নিকোলাস আইলওয়ার্ড ভিগর্স ১৮২৬ সালে প্রতিষ্ঠিত জুলজিক্যাল সোসাইটি অব লন্ডনের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৮৩৩ সাল পর্যন্ত তিনি ছিলেন এর প্রথম সচিব। একই বছর তিনি রয়েল এন্টমোলজিক্যাল সোসাইটি অব লন্ডন প্রতিষ্ঠা করেন। তিনি একই সাথে লিনিয়ান সোসাইটি ও রয়েল সোসাইটির ফেলো ছিলেন। তিনি প্রায় ৪০টি নিবন্ধ রচনা করেন যার বেশিরভাগই পক্ষীবিজ্ঞানের উপর রচিত। তিনি প্রায় ১১০ প্রজাতির পাখি সম্পর্কে বর্ণনা করেন। পক্ষীবিজ্ঞানের ইতিহাসে প্রথম ৩০ জন বিজ্ঞানীর মধ্যে তিনি একজন। জন গুল্ডের আ সেঞ্চুরি অব বার্ডস ফ্রম দ্যা হিমালায়া মাউন্টেইন্স (১৮৩০–৩২) গ্রন্থ রচনায় সহযোগিতা করেন।

স্যাবিনের চ্যাগা নামে নতুন একটি পাখির বর্ণনা দেন তিনি। পরে ১৮৮৫ সালে ব্যারেট-হ্যামিল্টন[] ও ১৯২৬ সালে রবার্ট মেইনার্ৎসেন পাখিটিকে পাতি চ্যাগা বলে চিহ্নিত করেন।১৯৪৫ সালে প্রজাতিটি উইলসনের চ্যাগা বলে প্রমাণিত হয়। ১৮২৫ সালে তিনি কে প্রজাতিটির চামড়া ধার দেন যাতে বেউইক হিস্ট্রি অব ব্রিটিশ বার্ডস গ্রন্থে পাখিটির ছবি আঁকতে পারেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Nicholas Aylward Vigors M.P. (1786-1840)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] by Brother P. J, Kavanagh, M.A., Carlow County - Ireland Genealogical Projects
  2. Vigors, NA (১৮২৫)। "XXVI. A Description of a new Species of Scolopax lately discovered in the British Islands: with Observations on the Anas glocitans of Pallas, and a Description of the Female of that Species."Transactions of the Linnean Society of London14 (3): 556–562।  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  3. Barrett-Hamilton, GEH (১৮৯৫)। "Sabine's Snipe. Gallinago Coelestis, var. Sabinii" (পিডিএফ)The Irish Naturalist4 (1): 12–17।  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  4. "General Notes" (পিডিএফ)The Wilson Bulletin57 (1): 75–76। ১৯৪৫।  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

আরও দেখুন

[সম্পাদনা]
  • Kavanagh, P. J. (১৯৮৩)। "Nicholas Aylward Vigors, MP, 1786-1840"। Carloviana: [Journal of the Old Carlow Society]30: 15–19। 
  • Parliamentary Election Results in Ireland, 1801-1922, edited by B.M. Walker (Royal Irish Academy 1978)