বিষয়বস্তুতে চলুন

নিউ ইয়র্ক স্টেট রুট ৩১২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

NY 312 marker

NY 312

সাউথইস্ট এর মানচিত্র;লাল চিহ্নিত অংশটুকুই ৩১২
পথের তথ্য
দৈর্ঘ্য৪.৪২ মা[] (৭.১১ কিমি)
অস্তিত্বকাল1930[]–বর্তমান
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত:সাউথইস্টএর US ৬
প্রধান সংযোগস্থলসাউথইস্ট এর I-৮৪
পূর্ব প্রান্ত:সাউথইস্ট এর NY ২২
অবস্থান
কাউন্টিসমূহপুটনাম
মহাসড়ক ব্যবস্থা
NY ৩১১ NY ৩১৩

নিউ ইয়র্ক স্টেট রুট ৩১২ (এনওয়াই ৩১২) একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ মহাসড়ক। এর পুরোটাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পুটনাম কাউন্টির সাউথইস্ট শহরের ভিতর অবস্থিত। পরোক্ষভাবে হলেও, এই রাস্তা দিয়ে ইন্টারস্টেট ৮৪ (আই-৮৪) থেকে অপেক্ষাকৃত কম ঝামেলায় ব্রিউএস্টার গ্রামে পৌছানো যায়। রাস্তাটা পার্শ্ববর্তী আই-৬৮৪ এর চেয়ে অনেক বেশি সহজ। তাই সকাল বিকাল যখন গাড়ির প্রচণ্ড চাপ পড়ে তখন স্থানীয়রা রাস্তাটা হামেশাই ব্যবহার করে। রাস্তাটার পশ্চিম প্রান্ত শুরু হয়েছে ইউ এস রুট ৬ (ইউএস ৬) থেকে। জায়গাটা ব্রিউএস্টার থেকে মোটামুটি ২ মাইল (৩.২ কিমি) উত্তর-পশ্চিমে। এটার পূর্ব প্রান্ত শেষ হয়েছে এনওয়াই ২২-এ। জায়গাটা সিয়ার্স কর্ণারের একটা গ্রামের ভিতর। ১৯৩০ সালের নিউ ইয়র্কের মহাসড়ক সমূহের পূনঃনামকরণের সময় বর্তমান এনওয়াই ১৬৪ এর নাম দেওয়া হয়েছিলো এনওয়াই ৩১২। তবে ১৯৩৭ সালে সেটা পরিবর্তন করে এনওয়াই ৩১২ কে বর্তমান অবস্থানে নিয়ে আসা হয়।

রাস্তার বর্ণনা

[সম্পাদনা]
টিলী ফরেস্ট ফার্মের ভিতরে এনওয়াই ৩১২ এর ছবি

এনওয়াই ৩১২ রাস্তাটা শুরু হয় নিউ ইয়র্কের সাউথইস্ট শহরের ইউএস ৬ থেকে। জায়গাটা মিডল ব্রাঞ্চ রিজার্ভিওর থেকে সামান্য উত্তর-পূর্বে। পুটনাম শহরে অনেকগুলো জলাধার আছে, তবে এটাই নিউ ইয়র্কের পানির চাহিদা সবচেয়ে বেশি পূরণ করে। এরপর রাস্তাটা আধা মাইলটাক (০.৮ কিমি) উত্তর-পূর্ব দিকে যাওয়ার পর ৬৮০ ফুট (২১০ মি) উঁচু একটা পাহাড়ের পাশ দিয়ে উত্তর দিকে চলে গিয়েছে।[] পাহাড়টা পার হওয়ার পর রাস্তাটা প্রথমে পূর্বে তারপর আবার উত্তর-পূর্ব দিকে এগিয়েছে। এর কিছুদূর পরই এটা আই-৮৪ কে অতিক্রম করে ডাইকম্যানস নামের একটা গ্রামে গিয়ে পড়েছে।[]

ডাইকম্যানসের ভিতরে এনওয়াই ৩১২ মেট্রো-নর্থ রেলরোডের দক্ষিণ-পূর্ব স্টেশন হিসাবে ব্যবহৃত হয়। রেলরোডের যে লাইনটা হারলেমের দিকে গিয়েছে, রাস্তাটা সেদিকেই পড়েছে। এর একটু উত্তরেই এনওয়াই ৩১২ প্রায় পুরোপুরি পূর্ব দিকে বেকে হারলেম লাইনকে অতিক্রম করে ডাইকম্যান ত্যাগ করে চলে যায়। সেখান থেকে আধা মাইল (০.৮ কিমি) দূরে ব্রিউএস্টার হিল-এ রাস্তাটা নর্থ ব্রিউএস্টার রোড (কাউন্টি রোড ৫৮ বা সিআর ৫৮) আর ফার্ম টু মার্কেট রোড (সিআর ৬২) অতিক্রম করে। এরপর থেকে রাস্তাটা বগ ব্রুক রিজার্ভিওর এর উত্তর প্রান্ত ঘেঁষে এগিয়ে গিয়েছে। এটাও নিউ ইয়র্কের অন্যতম খাবার পানি সরবরাহকারী জলাধার। এরপর এনওয়াই ৩১২ পূর্ব দিকে এগিয়ে সিয়ার্স করনার্সের একটা গ্রামের ভিতর এনওয়াই ২২ এ গিয়ে শেষ হয়েছে।[]

ইতিহাস

[সম্পাদনা]

বর্তমান এনওয়াই ৩১২এর পুরোটাই আসলে ১৯৩০ সালের নিউ ইয়র্কের মহাসড়ক সমূহের পূনঃনামকরণ প্রকল্পের আওতায় এনওয়াই ৫২ এর একটা অংশ ছিলো।[] আর বর্তমান এনওয়াই ১৬৪ এর নাম দেওয়া হয়েছিলো এনওয়াই ৩১২।[] কিন্তু ১৯৩৭ সালে এনওয়াই ৫২ কে কারমেলের কাছাকাছি ছোটো করে তৎকালীন এনওয়াই ৩১২ থেকে আরও তিন মাইল উত্তরের বর্তমান রাস্তাটার নাম দেওয়া হয় এনওয়াই ৩১২।[][] তারপর থেকে এনওয়াই ৩১২ এর আর কোনো পরিবর্তন কয়া হয়নি।

প্রধান সংযোগ সড়ক

[সম্পাদনা]

সম্পূর্ণ রুটটি হল সাউথইস্ট, পুটনাম কাউন্টি-এ।

মাঃ[]কিঃমিঃগন্তব্যটীকা
০.০০০.০০ US ৬  – ব্রিউএস্টার রেলরোড স্টেশন
১.১১১.৭৯ I-৮৪  – নিউবার্গ, ড্যানবুরি, সাউথইস্ট রেলরোড স্টেশনডাইকম্যানসএরছোট গ্রাম; exit 19 (I-84)
৪.৪২৭.১১ NY ২২সিয়ার্স কর্নার্স এর ছোট গ্রাম
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "2008 Traffic Data Report for New York State" (PDF)New York State Department of Transportation। জুন ১৬, ২০০৯। পৃষ্ঠা 292। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৯, ২০০৯ 
  2. Road Map of New York (মানচিত্র)। General Drafting দ্বারা মানচিত্রাঙ্কন। Standard Oil Company of New York। ১৯৩০। 
  3. Lake Carmel Quadrangle – New York – Putnam Co. (মানচিত্র)। 1:24,000। 7.5 Minute Series (Topographic)। United States Geological Survey। ১৯৮১। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৬, ২০১০ 
  4. গুগল (এপ্রিল ৮, ২০০৮)। "নিউ ইয়র্ক স্টেট রুট ৩১২" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ এপ্রিল ৮, ২০০৮ 
  5. Automobile Legal Association (ALA) Automobile Green Book, 1930–31 and 1931–32 editions, (Scarborough Motor Guide Co., Boston, 1930 and 1931). The 1930–31 edition shows New York state routes prior to the 1930 renumbering
  6. New York (মানচিত্র)। General Drafting দ্বারা মানচিত্রাঙ্কন। Standard Oil Company। ১৯৩৬। 
  7. New York (মানচিত্র)। General Drafting দ্বারা মানচিত্রাঙ্কন। Standard Oil Company। ১৯৩৭। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
KML is from Wikidata