বিষয়বস্তুতে চলুন

নিউম্যান অভিক্ষেপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রসায়নে নিউম্যান অভিক্ষেপ (ইংরেজি: Newman projection) হল বিজ্ঞানী মেলভিন স্পেন্সার নিউম্যান কর্তৃক প্রদত্ত একটি পদ্ধতি যার দ্বারা ত্রিমাত্রিক অণুর গঠনকে দ্বিমাত্রিক ভাবে উপস্থাপন করা সম্ভব (১৯৫২)।[] এটি ফিশার অভিক্ষেপ পদ্ধতির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। অ্যালকেন অণুর স্টিরিওরসায়ন পড়তে এর ভূমিকা অনস্বীকার্য। এটি কনফরমেশনাল আইসোমেরিজম পড়তে সাহায্য করে।

এটি দুটি অণুকে কেন্দ্র করে আঁকা হয় যার মধ্যে একটিকে সামনে ও আরেকটিকে পিছনে কল্পনা করা হয়। সামনেরটিকে সম্মুখবর্তী বা প্রক্সিমাল এবং পিছনেরটিকে পশ্চাদবর্তী বা ডিস্টাল। অণুদুটিকে তিনটি সমযোজী বন্ধনের ছেদবিন্দু রূপে কল্পনা করা হয়।[]

বিউটেন অণুর কনফরমেশন
সহর্স
অভিক্ষেপ
নিউম্যান
অভিক্ষেপ
ত্রিমাত্রিক গঠন

নিউম্যান অভিক্ষেপের আরেকটি রূপ হল সহর্স অভিক্ষেপ যাতে অণুটিকে একই ধারণার সাহায্যে শুধুমাত্র তির্যক দৃষ্টিতে দেখা হয়। এটি চক্রাকার যৌগের গঠন অনুধাবনেও সাহায্য করে।[] যেমন সাইক্লোহেক্সেন

বন্ড লাইন গঠন নিউম্যান অভিক্ষেপ ত্রিমাত্রিক গঠন

সাধারণত যে অণুদুটিকে চিহ্নিত করা হয়েছে, অ্যালকেনে তারা সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকায়, তারা একে অপরের সাপেক্ষে ঘুরতে পারে বলে কল্পনা করা হয়। তাই অসীম সংখ্যক কনফরমেশনাল আইসোমার পাওয়া সম্ভব। মূলত দুই ধরনের আইসোমার-ই বিখ্যাত যা হল স্ট্যাগার্ড ও ইকলিপ্সড।

শক্তির সাপেক্ষে বিউটেনের বিভিন্ন কনফরমেশনাল দশা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Valqui, Melissa (২০২১-০৭-২৬)। "Newman Projections"ChemTalk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-১৮ 
  2. Moss, GP (১৯৯৬-০১-০১)। "Basic terminology of stereochemistry (IUPAC Recommendations 1996)"। Pure and Applied Chemistry68 (12): 2193–2222। আইএসএসএন 1365-3075এসটুসিআইডি 98272391ডিওআই:10.1351/pac199668122193 
  3. Newman, MS (১৯৫৫)। "A notation for the study of certain stereochemical problems"Journal of Chemical Education32 (7): 344। আইএসএসএন 0021-9584ডিওআই:10.1021/ed032p344বিবকোড:1955JChEd..32..344N