নাহিদ (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাহিদ
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঈদা পানাহান্দেহ
প্রযোজকবিজান এমকানিকন
রচয়িতাইদা পানাহানদেহ
আরসালান আমিরি
শ্রেষ্ঠাংশেশারেহ বায়াত
পেজমান বাযেঘি
নাভিদ মোহাম্মাদ যাদেহ
ফারিদেহ ডার‍্যামাজ
সম্পাদকআরসালান আমিরি
পরিবেশকনিকান ফিল্ম
মুক্তি
  • ১৬ মে ২০১৫ (2015-05-16) (কান)
স্থিতিকাল১০৫ মিনিট
দেশইরান
ভাষাফার্সি ভাষা

নাহিদ হল ইদা পানাহানদেহ পরিচালিত ২০১৫ সালের ইরানি নাট্যধর্মী চলচ্চিত্র। এটি ২০১৩ সালের কান চলচ্চিত্র উৎসব-এ অনির্দিষ্ট সম্মান বিভাগে প্রদর্শিত হয়েছিল ও এটি সেখানে প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ পুরস্কার (প্রথম চলচ্চিত্রের জন্য বিশেষ জুরি পুরস্কার) লাভ করেছিল।[১][২]

কাহিনী[সম্পাদনা]

নাহিদ একজন তরুণ মহিলা যিনি তার স্বামীর আসক্তির কারণে, স্বামী আহমেদ থেকে আলাদা হয়ে গেছেন এবং ছাত্র পড়িয়ে নিজের এবং তার ছোট ছেলের জন্য জীবিকা উপার্জন করেন। স্বামীর সাথে চুক্তি অনুযায়ী, নাহিদ যদি বিয়ে না করে তবেই সে শিশুটিকে তার সাথে রাখতে পারবে। নাহিদ মাসুদ নামের একজন ধনী ব্যক্তির প্রেমে পড়েন, যিনি নাহিদকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু নাহিদ তার সন্তান হারানোর ভয়ে, মনের অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও মাসুদের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

পুরস্কার[সম্পাদনা]

  • ফরাসি চলচ্চিত্র সমালোচক সমিতির শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী - বোর্ডিয়াক্স আন্তর্জাতিক স্বাধীন চলচ্চিত্র উৎসব ২০১৫
  • আন চার্টেইন রিগার্ড বিভাগে সম্ভাবনাময় ভবিষ্যৎ পুরস্কার বিজয়ী - কান চলচ্চিত্র উৎসব ২০১৫
  • গোল্ডেন স্মল ক্যামেরা পুরস্কার বিজয়ী - মানাকি ব্রাদার্স চলচ্চিত্র উৎসব ২০১৫
  • রজার এবার্ট পুরস্কার বিজয়ী - শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৫
  • শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার মারদনাভিদ মোহাম্মদজাদেহ - ব্রাতিস্লাভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৫
  • শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার বিজয়ী - ব্রাতিস্লাভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৫
  • নির্বাচিত চলচ্চিত্র - ভালাদোলিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৫
  • ২০১৫ সালের স্টকহোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ব্রোঞ্জ হর্সের জন্য মনোনীত
  • হামবুর্গ ক্রিটিকস অ্যাসোসিয়েশন কর্তৃক ২০১৫ সালের হামবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মনোনীত
  • জাপান স্বর্ণ হরিণ বিজয়ী - ৫ম নারা আন্তর্জাতিক উৎসব ২০১৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "AWARDS - Un Certain Regard 2015"। Festival de Cannes। ২৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭ 
  2. Rebecca Ford (২৩ মে ২০১৫)। "Cannes: 'Rams' Wins Un Certain Regard Prize"The Hollywood Reporter। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]