নারী শিশুহত্যা প্রতিরোধ আইন, ১৮৭০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নারী শিশুহত্যা প্রতিরোধ আইন, ১৮৭০ (১৮৭০ সালের আইন ৮)
ভারতের গভর্নর-জেনারেল পরিষদে
  • নারী শিশু হত্যা প্রতিরোধের জন্য আইন।
প্রণয়নকারীভারতের গভর্নর-জেনারেল পরিষদে
প্রণয়নকাল১৮ মার্চ ১৮৭০
প্রবর্তনের তারিখ২০ মার্চ ১৮৭০
অবস্থা: বাতিলকৃত

নারী শিশুহত্যা প্রতিরোধ আইন, ১৮৭০[১] বা ১৮৭০ সালের আইন ৮ হল ব্রিটিশ ভারতে নারী শিশু হত্যা প্রতিরোধ করার জন্য আইন প্রণয়ন করা আইন। এই আইনের ধারা ৭ ঘোষণা করে যে এটি প্রাথমিকভাবে শুধুমাত্র অওধ, উত্তর-পশ্চিম প্রদেশ এবং পাঞ্জাবের অঞ্চলগুলিতে প্রযোজ্য ছিল, কিন্তু আইনটি গভর্নর জেনারেলকে তার বিবেচনার ভিত্তিতে ব্রিটিশ রাজের অন্য কোনো জেলা বা প্রদেশে আইনটি প্রসারিত করার ক্ষমতা দেয়।[২]

ইতিহাস[সম্পাদনা]

ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ ভারতীয় উপমহাদেশে নারী শিশুহত্যার ঘটনা বন্ধ করতে খ্রিস্টান ধর্মপ্রচারক এবং সমাজ সংস্কারকদের চাপের মুখে নারী শিশুহত্যা প্রতিরোধ আইন ১৮৭০ পাশ করে। আইনের প্রস্তাবনায় বলা হয়েছে যে ব্রিটিশ ভারতের কিছু অংশে নারী শিশু হত্যার ঘটনা সাধারণত সংঘটিত হয় বলে মনে করা হয় এবং এগুলো ছিল অওধ, উত্তর-পশ্চিম প্রদেশ এবং পাঞ্জাব।[২] আইনটি প্রাথমিকভাবে এই অঞ্চলগুলিতে প্রয়োগ করা হয়েছিল।[৩]

আইনটি জন্ম, বিবাহ ও মৃত্যু নিবন্ধন রক্ষণাবেক্ষণের জন্য পুলিশ বাহিনী গঠনের অনুমোদন দিয়েছে, তার বিবেচনার ভিত্তিতে জেলার আদমশুমারি পরিচালনা করতে, উল্লিখিত পুলিশ কর্মকর্তাদের ব্যয় ও বিনোদনের জন্য জেলায় বিশেষ কর কার্যকর করার জন্য।[২] এই আইনে আইনের প্রয়োগকারী পুলিশ কর্মকর্তাদের অবাধ্য বা বাধা দিলে ছয় মাসের কারাদণ্ড বা ত্রিশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।[৪] আইনের ধারা ৬ পুলিশ অফিসারকে যে কোনও ব্যক্তির কাছ থেকে শিশু বাজেয়াপ্ত করার অনুমতি দেয় যে সে সন্দেহ করে যে কোনও নারী শিশুকে অবহেলা বা বিপদে ফেলতে পারে, সেইসাথে সেই ব্যক্তির কাছ থেকে মাসিক ফি আদায় করতে বাধ্য করে।[৫]

সাম্প্রতিক অবস্থা[সম্পাদনা]

আইনটি ১৯৮১ সাল পর্যন্ত পাকিস্তানে কার্যকর ছিল, যখন এটি অধ্যাদেশ দ্বারা বাতিল করা হয়েছিল।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Indian Short Titles Act (XIV), 1897" in Government of India, Legislative Department (১৮৯৯)। The unrepealed general acts of the Governor General in Council: with chronological tables. From 1834 to 1903, both inclusive, Volume 6। Calcutta: Superintendent of Govt. Printing। পৃষ্ঠা 337। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১১ 
  2. গুগল বইয়ে The Unrepealed General Acts of the Governor General in Council, পৃ. PA165,
  3. Section 7 of গুগল বইয়ে The Unrepealed General Acts of the Governor General in Council, পৃ. PA167,
  4. Section 2-4 of গুগল বইয়ে The Unrepealed General Acts of the Governor General in Council, পৃ. PA166,
  5. Section 6 of গুগল বইয়ে The Unrepealed General Acts of the Governor General in Council, পৃ. PA167,
  6. Tahir Wasti, The Application of Islamic Criminal Law in Pakistan: Sharia in Practice, p. 140 footnote 137, BRILL Netherlands (2009)