নাজিরপুর সারদা বালিকা বিদ্যালয় (উঃ মাঃ)
স্থাপিত | ২০০১ |
---|---|
অধ্যক্ষ | মঞ্জু সরকার |
অবস্থান | নাজিরপুর |
নাজিরপুর সারদা বালিকা বিদ্যালয় (উঃ মাঃ) [১] ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার একটি বালিকা বিদ্যালয় । এই বিদ্যালয় টি ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা নাজিরপুর গ্রামে অবস্থিত । ২০০১ [২] সালে এই বিদ্যালয়ের পথ চলা শুরু ।
স্থাপনা ও ইতিহাস
[সম্পাদনা]সীমান্ত ঘেঁষা এই নাজিরপুরের শিক্ষানুরাগী মানুষ এখানে একটি বালিকা বিদ্যালয়ের অভাব অনুধাবন করে । স্থানীয় মানুষের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় ২০০১ সালে এই বিদ্যালয় টি স্থাপন করা হয় । প্রথমে এই বিদ্যালয়ের নিজস্ব ভবন না থাকায় , পার্শ্ববর্তী নাজিরপুর বিদ্যাপীঠ এর ভবনে পঠন পাঠন শুরু হয় । পরবর্তীতে এখন সুন্দর ও উন্নত পরিকাঠামোয় বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হয়েছে ।
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]পশ্চিমবঙ্গের নদীয়া জেলার উত্তরে , বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে তেহট্ট মহকুমার নাজিরপুরে এই বালিকা বিদ্যালয়টি অবস্থান করছে ।
কৃতী ছাত্রছাত্রী
[সম্পাদনা]ক্রীড়া ও সংস্কৃতি
[সম্পাদনা]স্বয়ংসিদ্ধা কমিটি
[সম্পাদনা]এই বিদ্যালয় বাল্যবিবাহের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই বিদ্যালয়ের গঠিত "স্বয়ং সিদ্ধা " কমিটির[৩] তৎপরতায় অনেক বাল্যবিবাহ রদের উজ্জ্বল দৃষ্টান্ত আছে ।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Biswas, Nirmal। ":: NAZIRPUR SARADA BALIKA VIDYALAYA (H.S) ::"। www.nsbvhs.in। ২০১৮-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।
- ↑ "Nazirpur Sarada Balika Vidyalaya School, Chhithka/xii, Nadia - West Bengal"। iCBSE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।
- ↑ "Eenadu India Bangla"। m.bangla.eenaduindia.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ সংবাদদাতা, নিজস্ব। "জোড়া বিয়ে রুখল স্বয়ংসিদ্ধা"। anandabazar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০।