বিষয়বস্তুতে চলুন

নাগারা নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাগারা নদী(জাপানি:長良川 নাগারা গাওয়া) হলো জাপানের মধ্যাঞ্চলীয় নদী যা বৃহত্তম হনশু দ্বীপের গিফু প্রশাসনিক অঞ্চলের (তোদেফুকেন都道府県) গুজো নগরী থেকে উৎপন্ন এবং কুওয়ানা নগরী এর নদীমুখে অবস্থিত। কিসো ও ইবি নদীর মতো নাগারা নদীটিও কিসো নদীত্রয়ের একটি নদী যা নো-বি সমভূমিকে গড়ে তুলেছে। নদীটি স্বচ্ছ-জলপ্রবাহী নদী হওয়ার জন্য প্রসিদ্ধ।এটি কাকিতা ও শিয়োমানজো নদীর সাথে জাপানের স্বচ্ছ-জলপ্রবাহী নদীত্রয়ের অন্তর্গত।

নাগারা নদী
শিমোদা সেতু, নাগারা নদী
স্থানীয় নাম長良川 {{স্থানীয় নামের পরীক্ষক}} ত্রুটি: প্যারামিটারের মান ত্রুটিপূর্ণ (সাহায্য)
অবস্থান
দেশজাপান
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানদাইঞ্চি পর্বত
মোহনা 
 • অবস্থান
ইসে উপসাগর
দৈর্ঘ্য১৬৬ কিমি (১০৩ মা)
অববাহিকার আকার১,৯৮৫ কিমি (৭৬৬ মা)
নিষ্কাশন 
 • গড়১২০ মি/সে (৪,২০০ ঘনফুট/সে)
অববাহিকার বৈশিষ্ট্য
নদী ব্যবস্থাকিসো নদী

পর্যটকরা এখানে ভ্রমণ পিপাসা নিবারণ করতে আসেন। নদীটি প্রাকৃতিকভাবে সৃষ্ট উষ্ণ ঝরনার জন্য একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র।[]

নাগারা নদী নাগারা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হতো এবং একটি ভয়াবহ বন্যার পরবর্তী সময়ে গ্রামটির নামানুসারে এর নাম হয় "নাগারা"।[] পূর্বে এই নদীটি সুনোমাতা নামেও পরিচিত ছিল।

প্রবাহকালে, নাগারা নদী অনেক স্থানে কিসো ও ইবি নদীর সঙ্গে মিলিত ও বিচ্ছিন্ন হয়েছে। যদিও নাগারাকে কিসো প্রবাহতন্ত্রের অন্তর্ভুক্ত মনে করা হয় তবুও বছরব্যাপী বিভিন্ন নির্মাণকার্য দুই নদীকে তাদের প্রবাহপথে নদীমুখ (মোহনা) থেকে পৃথক করে ফেলেছে। অন্যান্য নির্মাণকার্যও পূর্বে নদীর গতিপথকে পরিবর্তন করেছিল।

গিফু,আইচি ও মিয়ে প্রশাসনিক অঞ্চলের (তোদেফুকেন都道府県) অনেক নগরী নাগারা নদী বিধৌত অঞ্চল।
গিফু তোদেফুকেন
গুজো-,মিনো,সেকি,গিফু, মিজুহো,ও-গাকি,আনপাচি,ওয়ানোউচি,কাইজু।
আইচি তোদেফুকেন
আইসাই
মিয়ে তোদেফুকেন
কুওয়ানা

মৎস্য আহরণ

[সম্পাদনা]
কর্মোরেন্টকে ব্যবহার করে মৎস্য আহরণ

জলজ পক্ষী কর্মোরেন্টকে ব্যবহার করে মৎস্য আহরণ জাপানের ১৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য।[][] এটি একটি ব্যতিক্রমধর্মী মৎস্য আহরণ।জলজ পক্ষীগুলোকে দড়ির সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়।[] এটি অন্যদের জন্য একটি দর্শনীয় বিষয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Gifu Nagaragawa Onsen. (জাপানি ভাষায়) Gifu Nagaragawa Onsen and Ryokan Cooperative. Accessed June 6, 2007.
  2. 木曽三川について ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ অক্টোবর ২০১৭ তারিখে、国土交通省中部地方整備局
  3. Cormorant Fishing on the Nagara River.Gifu City Government Fishing Viewing boat office 2007
  4. Cormorant Fishing Explanation ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জানুয়ারি ২০১৪ তারিখে. Gifu Rotary Club. Accessed January 31, 2008.
  5. History of Ukai ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৮-০৪-৩০ তারিখে. (জাপানি ভাষায়) Gifu City Hall. Accessed May 18, 2007.