নাগাঙ্গম বালা দেবী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাগাঙ্গম বালা দেবী
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-02-02) ২ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)
জন্ম স্থান মণিপুর, ভারত
মাঠে অবস্থান Striker
ক্লাবের তথ্য
বর্তমান দল
KRYPHSA
জার্সি নম্বর ১০
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৬ মণিপুর পুলিশ
২০১৭ ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন (৪)
২০১৭- KRYPHSA (১২)
জাতীয় দল
২০০৫ ভারত ইউ১৬ (৫)
২০০৬–২০০৭ ভারত ইউ১৯ (৫)
২০০৫– India ৪৩ (৩৬)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

নাগাঙ্গম বালা দেবী (জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৯০) একজন ভারতীয় নারী ফুটবলার যিনি ভারত জাতীয় মহিলা ফুটবল দল ও মণিপুর মহিলা ফুটবল দল এর হয়ে ফরোয়ার্ড অবস্থানে খেলেন। তিনি ভারত জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন। তিনি ভারতীয় মহিলা লীগে ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের হয়ে কোয়ালিফায়ার রাউন্ড খেলেছিলেন।

জীবনী[সম্পাদনা]

মণিপুরে জন্মলাভের পর নাগাঙ্গম বালা দেবী মূলত ছেলেদের সাথে ফুটবল খেলেই বেড়ে ওঠেন।[১] ২০০২ সালে আসামে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ মহিলা চ্যাম্পিয়নশিপে তিনি মণিপুর ইউ১৯ দলের হয়ে অংশ নেন। এই টুর্নামেন্ট শেষে তাকে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করা হয়।[১] পরের বছর ২০০৩ সালেও তাকে একই উপাধিতে ভূষিত করা হয়।[১] অনূর্ধ্ব–১৭ পর্যায়ে তাকে তার রাজ্যের সর্বোচ্চ গোলদাতা পুরস্কার দেয়া হয়।[১] দেবী ভারতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে মণিপুর সিনিয়র মহিলা দলের প্রতিনিধিত্ব করেন।[২] ২০১৪ সালে মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে তার রাজ্যের জয়লাভের পেছনে তার বিশেষ ভুমিকা রয়েছে,যেখানে ফাইনাল ম্যাচে মণিপুর ওড়িশাকে ৩–১ গোলে পরাজিত করে।[৩] ২০১০ সালের পর এটিই মনিপুরের প্রথম চ্যাম্পিয়নশিপ জয় আর তাদের মোট ২০টি বিজয়ের মধ্যে ১৭তম। মণিপুরের হয়ে খেলার সময় তিনি ভারতীয় অধিনায়ক ও এআইএফএফ মহিলা প্লেয়ার অফ দ্যা ইয়ার অনিয়াম বেম্বেম দেবীর সঙ্গে খেলেছেন।[৩] তিনি সাত ম্যাচে ২৯ গোল করে টুর্নামেন্ট শেষ করেন।[১]

২০১৫ ন্যাশনাল গেমস অফ ইন্ডিয়ায় দেবী তার রাজ্যের প্রতিনিধিত্ব করেন এবং তারা স্বর্ণপদক অর্জন করে। কর্পোরেট স্টেডিয়ামে ওড়িশার বিরুদ্ধে ফাইনালে তার গোল দলকে ১–১ সমতায় ফেরায়। পরে পেনাল্টিতে তার দল ৪–২ গোলে জয়লাভ করে।.[৪]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

একজন আধা-পেশাদার ফুটবলার দেবী, মণিপুর পুলিশ বিভাগে মহিলা পুলিশ হিসেবে চাকরি করেন। [১] তিনি অইনাম থাম্বাল মারিক কলেজ, অইনাম থেকে পড়াশুনা শেষ করেন।[১]

সম্মাননা[সম্পাদনা]

ভারত[সম্পাদনা]

ব্যক্তিগত[সম্পাদনা]

  • ২০১৪ এআইএফএফ ওমেনস প্লেয়ার অফ দ্যা ইয়ার
  • ২০১৫ এআইএফএফ ওমেনস প্লেয়ার অফ দ্যা ইয়ার

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Yen, Samarjit (৩ জানুয়ারি ২০১৫)। "AIFF's Footballer of the year: Ng Bala Devi"IFP.co.in। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৫ 
  2. "International Women's Day Special: Interview with Indian women's football team striker Ngangom Bala Devi"SportsKeeda। ৮ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৫ 
  3. "It's title No. 17 for Manipur women"The Hindu। ১৩ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৫ 
  4. "Manipur clinch 4 gold, 1 silver and 3 bronze medals Manipur ranked at 7th position on the 10th day"E-Pao। ১০ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৫ 

বহিঃসংযোগ[সম্পাদনা]