বিষয়বস্তুতে চলুন

নাউরু অপেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নাউরু অপেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত১৯৭৩; ৫১ বছর আগে (1973)
সদর দপ্তরনাউরু
ফিফা অধিভুক্তিনেই

নাউরু অপেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Nauru Amateur Soccer Association; এছাড়াও সংক্ষেপে এনএএসএ নামে পরিচিত) হচ্ছে নাউরুর অপেশাদার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর নাউরুতে অবস্থিত।

এই সংস্থাটি নাউরুর আঞ্চলিক লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ".: football for the Peoples :. - Nauru"footforpeoples.ucoz.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২০