নর্মদা কর
অবয়ব
নর্মদা কর (১৮৯৩-১৯৮০), একজন ভারতীয় সম্পাদক, লেখক এবং ওডিশা থেকে কলাবিদ্যায় স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ প্রথম মহিলা ছিলেন। [১]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]নর্মদাদেবী ১৮৯৩ সালের ১২ই অক্টোবর ভারতের কটকে স্বাধীনতা সংগ্রামী, সমাজকর্মী এবং উৎকল সাহিত্যের প্রতিষ্ঠাতা বিশ্বনাথ করের সন্তান রূপে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ঐতিহাসিক বেথুন কলেজে যোগদান করেন, ১৯১৪ সালে স্নাতক সম্পন্ন করেন এবং ওড়িশার প্রথম মহিলা স্নাতক হন। [২] ১৬ বছর বয়সে তিনি একজন বাঙালি আইনজীবী জিতেন্দ্র বিশ্বাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মৃত্যু
[সম্পাদনা]১৯৮০ সালের ১৩ই অক্টোবর কর ভারতের কলকাতায় তার বাড়িতে মারা যান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Sachidananda Mohanty (২০০৫)। Early Women's Writings in Orissa, 1898-1950: A Lost Tradition। SAGE Publications। পৃষ্ঠা 99–। আইএসবিএন 978-0-7619-3308-3।
- ↑ Malashri Lal; Shormishtha Panja (১ জানুয়ারি ২০০৪)। Signifying the Self: Women and Literature। Macmillan India। পৃষ্ঠা 51–। আইএসবিএন 978-1-4039-2405-6।