নবান্ন (দ্ব্যর্থতা নিরসন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নবান্ন শব্দটি দ্বারা বোঝানো হতে পারে:

  • নবান্ন, বাঙালির ফসল কাটার উৎসব।
  • নবান্ন (নাটক), বিজন ভট্টাচার্য রচিত একটি বাংলা নাটক। ১৯৪৪ সালে ভারতীয় গণনাট্য ঐসংঘের প্রযোজনায় ও শম্ভু মিত্রের পরিচালনায় এবং ১৯৪৮ সালে বহুরূপী নাট্যদলের প্রযোজনায় ও কুমার রায়ের পরিচালনায় এটি মঞ্চস্থ হয়
  • নবান্ন (ভবন), হাওড়ার একটি ভবন। এখানে পশ্চিমবঙ্গ সরকারের অস্থায়ী সচিবালয় অবস্থিত।