নগরকৃতাগম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নগরকৃতাগম[সম্পাদনা]

নগরকৃতাগম তাল-পাতার পাণ্ডুলিপি ।

নগরকৃতাগম বা নগরক্রেতাগম, যা দেসবর্নন বা দেশবর্ণন নামেও পরিচিত, মজপহিৎ সাম্রাজ্যের একজন জাভানীয় রাজা হয়ম্বুরুক্-এর উদ্দেশ্যে রচিত একটি পুরাতন-জাভাই উচ্চপ্রশংসাসমৃদ্ধ কাব্য। এটি তালপত্রে ১৩৬৫ খ্রিষ্টাব্দে (১২৮৭ শকাব্দ ) ম্পু প্রপঞ্চ দ্বারা কাকবিন (ঐতিহ্যবাহী জাভানীয় কাব্য) হিসাবে লেখা হয়েছিল। [১] [২] নগরকৃতাগমে মজপহিৎ সাম্রাজ্যের সর্ববৃহৎ বিস্তৃতির বিস্তারিত বর্ণনা রয়েছে। কাব্যটি মন্দির ও প্রাসাদ এবং বেশ কিছু আনুষ্ঠানিক রীতি পালনের বর্ণনা দিয়ে মজপহিৎ সাম্রাজ্যে হিন্দুবৌদ্ধ ধর্মের গুরুত্বকে নিশ্চিত করে।

তথ্যসূত্র[সম্পাদনা]