নওজাদ হাদি মওলুদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নওজাদ হাদি মওলুদ (কুর্দি: نەوزاد هادی) আর্বিল প্রদেশের প্রাক্তন গভর্নর। হাদি ১৯৬৩ সালে আর্বিলে জন্মগ্রহণ করেন এবং তিনি ২০০৪ সালে গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[১][২] নওজাদ হাদি ২০১৯ সালের ১০ সেপ্টেম্বরে গভর্নর পদ থেকে পদত্যাগ করেন এবং ফিরসাত সোফি আলী তার স্থলাভিষিক্ত হন। তিনি আর্বিলে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির অন্যতম প্রধান ছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Erbil Governorate | محافظة اربيل | پارێزگای هه‌ولێر"www.hawlergov.org। ২০১২-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "نوزاد هادي يقلل من "خطر النازحين" على اربيل ويهاجم مطلقي الشائعات | شفق نيوز"। ২০১৬-০৪-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-৩০