ধীরন চিন্নামালাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ধীরন চিন্মামালাই (জন্ম:- ১৭ এপ্রিল ১৭৫৬ - মৃত্যু:- ৩১ জুলাই ১৮০৫) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছেন। যার ফলে তাকে ফাঁসি দেওয়া হয়েছে।১৮০৫ সালে, নল্লাপ্পান, একটি রান্না, চিন্মামালাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং চিন্মামালাই ব্রিটিশদের হাতে বন্দী হয়েছিল। চিন্মামালাইকে তখন ব্রিটিশ আইন মেনে চলতে বাধ্য করা হয়েছিল এবং জরিমানা আদায় করা হয়েছিল। তবে চিন্মামালাই এর প্রতিরোধ করেছিলেন এবং ৩১ জুলাই, ১৮০৫ সালে তাঁর দুই ভাইয়ের সাথে শঙ্করগিরি দুর্গে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিলেন। [১] তিনি ছিলেন দ্বিতীয় পলিগার বিদ্রোহের অন্যতম নেতা।

ধীরন চিন্মামালাই
Dheeran Chinnamalai1.jpg

জন্ম ও শৈশব[সম্পাদনা]

বীর যোদ্ধা ধীরন চিন্মামালাই ১৭ এপ্রিল ১৭৫৬ সালে তামিলনড়ুতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা-মাতা তাঁকে তীর্থগিরি শারকরাই মন্ত্রাদিয়ার নাম দিয়েছিলেন। চিন্মামালাইয়ের ভাই কুলান্থাইস্বামী, কেলেদহর এবং কুতীসস্বামী এবং এক বোন মারাগথাম ছিল। ছোটবেলায় তিনি ঘোড়সওয়ার, ধনুর্বিদ্যা এবং কুস্তি অনুশীলন করেছিলেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রায়, প্রকাশ (২০২১)। বিস্মৃত বিপ্লবী পঞ্চম খণ্ডচেন্নাই: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু। পৃষ্ঠা ৫৪–৫৭। আইএসবিএন 978-1-63920-116-7 
  2. "Dheeran Chinnamalai statue to be installed in Odanilai soon"The Hindu। ১০ জুলাই ২০০৭। ১ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।