বিষয়বস্তুতে চলুন

ধনা কুমারী বজ্রাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ধনা কুমারী বজ্রাচার্য একজন নেপালি কুমারী (দেবী)। ২০১৫ সালের এপ্রিলে নেপালের ভূমিকম্পের আগ পর্যন্ত তিনি হাঁটেননি। [] যেহেতু তার ঋতুস্রাব শুরু হয়নি, তিনি তিন দশক ধরে সরকারী পাটন কুমারীতে রাজত্ব করেছিলেন। ১৯৮৪ সালে, তার সম্মতি ছাড়াই তাকে প্রতিস্থাপিত করা হয়েছিল। সে কুমারী হয়ে থাকে। ছানিরা বজ্রাচার্য তার ভাগ্নি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nepal's earthquake forces 'living goddess' to break decades of seclusion"The Guardian। ২০ জুলাই ২০১৫। ২০১৯-০৯-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৮