দ্য হ্যান্স ইন্ডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য হ্যান্স ইন্ডিয়া
৮ আগস্ট ২০১৬ দ্য হ্যান্স ইন্ডিয়ার প্রচ্ছদ
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকহায়দরাবাদ মিডিয়া হাউস লিমিটেড
প্রতিষ্ঠাকাল২০১১; ১৩ বছর আগে (2011)
রাজনৈতিক মতাদর্শমধ্যপন্থী
ভাষাইংরেজি
সদর দপ্তরহায়দরাবাদ
ভারত
প্রচলনতেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশ
ওয়েবসাইটwww.thehansindia.com

হ্যান্স ইন্ডিয়া হ'ল হায়দ্রাবাদ, তেলেঙ্গানা থেকে প্রকাশিত একটি ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা। ভারতের তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে এর উপস্থিতি রয়েছে।

হায়দরাবাদ মিডিয়া হাউস অফিস

ইতিহাস[সম্পাদনা]

সংবাদপত্রটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি হায়দরাবাদ মিডিয়া হাউসের অন্তর্গত, এটি তেলুগু ভাষার নিউজ চ্যানেল এইচএমটিভির মালিক।

স্টাফ এবং কলামিস্ট[সম্পাদনা]

দৈনিকটির সম্পাদক হলেন ভি রামু শর্মা। কলাম লেখকদের মধ্যে কিছু শীর্ষস্থানীয় সাংবাদিক যেমন: মাধভূষি শ্রীধর, আইওয়াইআর কৃষ্ণ রাও, ডাঃ ভারত ঝুনঝুনওয়ালা, কৃষ্ণসাগর রাও, মোহন কান্দা, নীলোৎপল বসু, ডাঃ সুমন কুমার কস্তুরি, প্রফেসর ভিয়ান্না রাও, ডাঃ পদ্মজা শ, এবং পল্লবী ঘোষ রয়েছেন। [১][২][৩][৪]

প্রচলন[সম্পাদনা]

হ্যান্স ইন্ডিয়া একটি ইংরেজি দৈনিক পত্রিকা যা ভারতের তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশের অন্যতম প্রচারিত ইংরেজি সংবাদপত্র। ২০১৩-২০১৪-এর একটি পাঠক সমীক্ষায় দেখা গেছে, তেলেঙ্গানা রাজ্যের ইংরেজি দৈনিকগুলির মধ্যে এটি ৪ নম্বর শীর্ষস্থানে রয়েছে, এপি-র মতে এর পাঠক সংখ্যা ১৫০,০০০।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Draft National Encryption Policy"The Hans India। ২২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৫ 
  2. "Concerns of Indian Muslims"The Hans India। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৫ 
  3. "Excluding Minorities there will be no real development"The Hans India। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৫ 
  4. "Road Safety-Causes of Road Accidents"The Hans India। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ[সম্পাদনা]