দ্য লেভেন লিভার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৪ জুন ১৯১৯-এ প্রকাশিত দ্য লেভেন লিভারের প্রথম পৃষ্ঠা।

দ্য লেভেন লিভার অস্ট্রেলিয়ার তাসমানিয়ার উলভারস্টোন থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক সংবাদপত্র ছিল। এটি ১৯১৯-১৯২০ সময়কালে প্রকাশিত হয়েছিল।[১]

ইতিহাস[সম্পাদনা]

দ্য লেভেন লিভার একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। এটির প্রথম সংস্করণ ১৯১৯ সালের ১৪ জুন প্রকাশিত হয়। প্রায় দেড় বছর টানা প্রকাশের পর ১৯২০ সালের ১১ ডিসেম্বর শেষ সংখ্যা প্রকাশের পত্রিকাটি বন্ধ হয়ে যায়।[১] এটি তাসমানিয়ার উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত তৎকালীন লেভেন পৌরসভার (বর্তমানে উলভারস্টোন) নাগরিকদের জন্য বিনামূল্যে বিতরণ করা হতো।[২]

ডিজিটাল মাধ্যমে[সম্পাদনা]

অস্ট্রেলিয়ার ন্যাশনাল লাইব্রেরির অস্ট্রেলিয়ান নিউজপেপারস ডিজিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে দ্য লেভেন লিভারকে ডিজিটাল মাধ্যমে রূপান্তর করা হয়েছে, পত্রিকাটি ট্রোভ -নামক লাইব্রেরি চাহিদা সেবায় উপলব্ধ আছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Leven Lever"। LINC Tasmania। ২০১৩-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৬ 
  2. "Ourselves"The Leven Lever1। Tasmania, Australia। ১৪ জুন ১৯১৯। পৃষ্ঠা 1। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৭ – National Library of Australia-এর মাধ্যমে। 
  3. "Trove digitised newspapers"Trove। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৭