দ্য মহাভারত (আর. কে. নারায়ণ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য মহাভারত
প্রথম যুক্তরাজ্য সংস্করণের প্রচ্ছদ
লেখকআর. কে. নারায়ণ
দেশভারত
ধরনইতিহাস (হিন্দু মহাকাব্য)
প্রকাশকহেইনিম্যান (যুক্তরাজ্য)
ভাইকিং প্রেস (মার্কিন যুক্তরাষ্ট্র)
প্রকাশনার তারিখ
১৯৭৮
মিডিয়া ধরনমুদ্রণ
পূর্ববর্তী বইদ্য পেইন্টার অফ সাইনস 
পরবর্তী বইদ্য এমারেল্ড রুট 

দ্য মহাভারত (ইংরেজি: The Mahabharata) হল ভারতীয় লেখক আর. কে. নারায়ণের লেখা একটি পুরাণভিত্তিক গ্রন্থ। এই গ্রন্থটি মহাভারত নামক হিন্দু মহাকাব্যের সংক্ষেপিত গদ্যানুবাদ।[১] ১৯৭৮ সালে লন্ডনের হেইনিম্যান থেকে এটি প্রথম প্রকাশিত হয়।[২] আর. কে. নারায়ণ হিন্দু পুরাণের উপাখ্যানগুলি পুনর্কথনের যে উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগের তৃতীয় গ্রন্থ এটি। উল্লেখ্য, প্রথম দুটি গ্রন্থ ছিল গডস্‌, ডেমনস্‌ অ্যান্ড আদার্সদ্য রামায়ণ। ১৯৯৫ সালে এই তিনটি গ্রন্থকে একত্রে দি ইন্ডিয়ান এপিকস রিটোল্ড শিরোনামে প্রকাশিত হয়।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "R K Narayan dead: Sun sets over Malgudi"MiD DAY। মে ১৪, ২০০১। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২৭ 
  2. Walsh, William (নভেম্বর ১, ১৯৮২)। R. K. Narayan: A Critical Appreciation। University Of Chicago Press। পৃষ্ঠা 112আইএসবিএন 978-0-226-87213-1। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-২৭ 
  3. O'Neil, Patrick M. (২০০৪)। Great World Writers: Twentieth Century। Marshall Cavendish। পৃষ্ঠা 1044–45। আইএসবিএন 978-0-7614-7469-2