দুর্গাদাস বাউড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দুর্গাদাস বাউড়ি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্গত। তিনি ১৯৪২ সালের ১৫ জানুয়ারি রঘুনাথপুরে জন্মগ্রহণ করেন।[১] তিনি ছিলেন যুগল চন্দ্র বাউড়ির পুত্র।[১] তিনি গোদি বেরো উচ্চ বিদ্যালয়ে স্কুলে যান।[১]

মাহাতা ১৯৭১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর আসনের আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ৮২৮২ ভোট (২৮.৩৬)%) পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।[২] পরের বছর তিনি ১৯৭২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর আসনে জয়ী হন, ১৩,৮৪৬ ভোট (৫০.৬৬) পেয়ে।[৩] বাউরি ১৯৭৭ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর আসন হারান, ৬,১৫৯ ভোট (১৮.৫১%) নিয়ে চতুর্থ স্থানে শেষ করেন।[৪] ১৯৮২ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি ১৮,৯৩৫ ভোট (৩১.৬৪%) পেয়ে রঘুনাথপুরে দ্বিতীয় স্থানে ছিলেন।[৫]

বাউড়ি ২০০৩ সালে মারা যান।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. West Bengal (India). Legislature. Legislative Assembly (১৯৭৪)। Who's who। West Bengal Legislative Assembly Secretariat। পৃষ্ঠা 8। 
  2. Election Commission of India. West Bengal 1971
  3. Election Commission of India. West Bengal 1972
  4. Election Commission of India. West Bengal 1977
  5. Election Commission of India. West Bengal 1982
  6. The Journal of Parliamentary Information। Lok Sabha Secretariat। ২০০৪। পৃষ্ঠা 84।