বিষয়বস্তুতে চলুন

দুঃখহরণ চক্রবর্তী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দুঃখহরণ চক্রবর্তী (ইংরেজি: Dukhaharan Chakraborty) ( ১৮ জানুয়ারি, ১৯০৩  – ২৪ সেপ্টেম্বর, ১৯৭২) ছিলেন খ্যাতনামা রসায়ন বিজ্ঞানী ও অধ্যাপক। কলকাতার বসু বিজ্ঞান মন্দিরের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং বিজ্ঞানকে জনপ্রিয় করার কাজেও লিপ্ত ছিলেন।[]

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

দুঃখহরণ চক্রবর্তী ১৯২০ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষায় প্রথম হন এবং ১৯২৬ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে  এম.এসসি তে পাশ করেন।  ১৯৩৪ খ্রিস্টাব্দে রসায়নে ডি.এসসি হন। ওই বৎসরেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের নিযুক্ত হন। ১৮৫৪ খ্রিস্টাব্দে বিশ্ববিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ও ১৯৬০ খ্রিস্টাব্দে  ঘোষ প্রফেসর হন। ১৯৬৯ খ্রিস্টাব্দে অবসর গ্রহণের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের পিয়োর তথা বিশুদ্ধ রসায়ন বিভাগের প্রধান ও বিজ্ঞান বিভাগের ডিন ছিলেন। কলকাতায় জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দিরে সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ ছিল।তিনি বহু গবেষণার সাথে যেমন লিপ্ত ছিলেন তেমনই বিজ্ঞানকে জনপ্রিয় করার লক্ষ্যে  ১৯৬২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত "সায়েন্স ফর চিলড্রেন" এর অন্যতম উদ্যোক্তা ছিলেন। তিনি রঞ্জনের উপাদান সম্পর্কে একটি গ্রন্থ "রঞ্জন-দ্রব্য" রচনা করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ২৯১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬