দি ক্লায়েন্ট
দি ক্লায়েন্ট | |
---|---|
পরিচালক | জোয়েল শুমাখার |
প্রযোজক | আরনন মিলচেন স্টিভেন রয়টার |
চিত্রনাট্যকার | আকিভা গোল্ডসম্যান রবার্ট গেটসেল |
উৎস | জন গ্রিশামের কর্তৃক দ্য ক্লায়েন্ট (উপন্যাস) |
শ্রেষ্ঠাংশে | সুসান স্যারান্ডন টমি লী জোন্স |
সুরকার | হাউয়ার্ড শোর |
চিত্রগ্রাহক | টনি পিয়ার্স-রবার্টস |
সম্পাদক | রবার্ট ব্রাউন |
প্রযোজনা কোম্পানি | রিজেন্সী এন্টারপ্রাইজ আলকোর ফিল্মস |
পরিবেশক | ওয়ার্নার ব্রাদার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৯ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৪৫ মিলিয়ন[তথ্যসূত্র প্রয়োজন] |
আয় | $১১৭,৬১৫,২২১[১] |
দি ক্লায়েন্ট বিখ্যাত লেখক জন গ্রিশামের কাহিনী অবলম্বনে নির্মিত ও জোয়েল শুমাখার পরিচালিত একটি চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সুসান স্যারান্ডন, টমি লী জোন্স, ব্র্যাড রেনফ্রো, মেরি লুইস পার্কার প্রমুখ। ক্রাইম সাসপেন্স জনরার এ মুভিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার মনোনয়ন পেয়েছিলেন সুসান স্যারান্ডন।
কাহিনী সংক্ষেপ
[সম্পাদনা]মার্ক (রেনফ্রো) আর রিকি দুই সন্তান অল্পবয়সী স্বামী পরিত্যাক্ত ডায়ানের (লুইস পারকার)যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। একদিন খেলার ছলে দুই ভাই এক মাফিয়া পরিবারের প্রধান আইনজীবী-এর আত্মহত্যা ঘটনার একমাত্র চাক্ষুষ সাক্ষী হয়ে যায়। এ গরিব পরিবারের উপর বিপদ নেমে আসে সবদিক থেকে যখন ছোট ছেলে রিকি একধরনের কোমায় চলে যায় আর বড় মার্ক শিকার হয়ে যায় সেই মাফিয়া পরিবারের যারা মনে করতে থাকে যে সেই উকিল মারা যাওয়ার আগে মার্ক কে কিছু গোপন কথা তাদের সম্পর্কে বলে গেছে। ঘটনা ঘোলাটে হয়ে যায় যখন এফবিআই-এর বড় কর্মকর্তা রয় ফল্ট্রিগ (টমি লী জন্স)এর দল ও এরকমই মনে করে আর মার্ক কে তাদের হয়ে সাক্ষী দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এসময় মার্ক কে সাহায্য করতে এগিয়ে আসে এক মহিলা উকিল রেজি লাভ (সুসান স্যারান্ডন)।
অভিনয়ে
[সম্পাদনা]- সুসান স্যারান্ডন- রেজিনা "রেজী" লাভ
- টমি লি জোন্স- "রেভারেন্ড" রয় ফোল্ট্রিগ
- ব্র্যাড রেনফ্রো- মার্ক সোয়ে
- ম্যারি-লুইজ পার্কার- ডায়ান সোয়ে
- ডেভিড স্পেক- রিকি সোয়ে
- অ্যান্থোনি লাপ্যাগ্লিয়া- ব্যারি "দ্য ব্লেইড" মুলড্যানো
- জে. টি ওয়ালস- জেসন ম্যাকথিউন
- অ্যান্থোনি হিল্ড- ল্যারি ট্রুম্যান
- ব্র্যাডলি হুইটফোর্ড- টমাস ফিঙ্ক
- অ্যান্থোনি এডওয়ার্ড- ক্লিন্ট ভন হুসার
- ম্যাকোল মারকিউরিয়া- মম্মা লাভ
- অসি ডেভিস- জাজ হ্যারি রুজভেল্ট
- উইল প্যাটন- সার্জেন্ট হার্ডি
- ড্যান ক্যাসটেলানিটা- স্লিক মোয়েলার
- রন ডিন- আঙ্কেল জনি সুলারী
- কিম কোটস- পল গ্রোঙ্ক
- উইলিয়াম এইচ. ম্যাইচে- ডঃ গ্রীনওয়ে
- কিমবার্লি স্কট- দুরিন
- ওয়াল্টার ওলকেভেজ- জেরোম "রোমি" ক্লিফোর্ড
গ্রহণ
[সম্পাদনা]চলচ্চিত্রটি রটেন টম্যাটো অনুযায়ী ৩৫ জন বিশ্লেষকের মতামতে ৮০% স্কোর করতে সমর্থ হয়।[২]
পুরস্কার
[সম্পাদনা]সুসান স্যারান্ডন সেরা অভিনেত্রীর অস্কার মনোনয়ন পান এবং BAFTA পুরস্কার জিতে নেন সেরা অভিনেত্রী হিসেবে।
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে দি ক্লায়েন্ট (ইংরেজি)
- অলমুভিতে The Client (ইংরেজি)
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- মার্কিন চলচ্চিত্র
- ওয়ার্নার ব্রসের চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের অপরাধ থ্রিলার চলচ্চিত্র
- মার্কিন অপরাধ থ্রিলার চলচ্চিত্র
- মার্কিন আইনি নাট্য চলচ্চিত্র
- মার্কিন আদালতের চলচ্চিত্র
- আইনজীবী সম্পর্কে চলচ্চিত্র
- ১৯৯৪-এর চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- বাফটা বিজয়ী (চলচ্চিত্র)
- নিউ অর্লিন্সে ধারণকৃত চলচ্চিত্র
- রিজেন্সির চলচ্চিত্র
- মেম্ফিস টেনেসির পটভূমিতে চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের মার্কিন চলচ্চিত্র