দাসী (পত্রিকা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দাসী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৮৯২ খ্রিস্টাব্দে।[১] এটি ছিল ব্রাহ্মসমাজের দাসাশ্রমের মুখপাত্র। রাজনারায়ণ বসুর আত্ম চরিত এখানেই প্রকাশিত হয়। জগদীশ চন্দ্র বসুর বাংলা রচনা এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়। [২] ১৮৯৬ পর্যন্ত রামানন্দ চট্টোপাধ্যায় পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর সম্পাদকের দায়িত্ব পালন করেন গোবিন্দচন্দ্র গুহ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "দাসী পত্রিকা ও রামানন্দ চট্টোপাধ্যায়"। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২২ 
  2. শিশিরকুমার দাশ সংকলিত ও সম্পাদিত, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৯, পৃষ্ঠা ৯৭ আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-০০৭-৯ {{আইএসবিএন}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম