দাশোগুজ মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাশোগুজ মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
নির্মাণ সম্পন্ন
অবস্থাসক্রিয়
অবস্থান
অবস্থানগুরোগলি অ্যাভিনিউ, দাশোগুজ, তুর্কমেনিস্তান
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামিক স্থাপত্য
ভূমি খনন২০১৩
সম্পূর্ণ হয়২০১৫
বিনির্দেশ
ধারণক্ষমতা৩,০০০
মিনার
মিনারের উচ্চতা৬৩
উপাদানসমূহমার্বেল

দাশোগুজ মসজিদ বা Daşoguz metjidi হল তুর্কমেনিস্তান এর দাশোগুজ অঞ্চলের গ্রোগলি অ্যাভিনিউতে অবস্থিত। মসজিদটিতে একসাথে ৩০০০ হাজার লোক একসাথে নামায আদায় করতে পারে।

ইতিহাস[সম্পাদনা]

এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ২০১৩ সালে। এবং ৩০ অক্টোবর ২০১৫ সালে এটির উদ্বোধন করেন তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি গুরবানগুলি বেরদিমুহামেদু[১]

স্থাপত্য[সম্পাদনা]

মসজিদের মোজাইক খচিত কেন্দ্রীয় গম্বুজটির ব্যাস ৩৮ মিটার, উচ্চতা ৪০ মিটার এবং বাকি চারটি মিনারের প্রত্যেকটির উচ্চতা প্রায় ৬৩ মিটার।

মসজিদে ৩ হাজার লোক একসাথে নামাজ পড়তে পারবেন। মসজিদের সীমানায় ১,৫০০ লোকের সাদাকা রাখার জন্য একটি কামরা নির্মিত হয়েছিল, পাশাপাশি ২০০ জন লোকের জন্য তিনতলা হোটেল রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]