দালোয়া

স্থানাঙ্ক: ৬°৫৩′ উত্তর ৬°২৭′ পশ্চিম / ৬.৮৮৩° উত্তর ৬.৪৫০° পশ্চিম / 6.883; -6.450
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দালোয়া
City, sub-prefecture, and commune
দালোয়ার প্রতীক
প্রতীক
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/Ivory Coast" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র Ivory Coast" দুটির একটিও বিদ্যমান নয়।Location in Ivory Coast
স্থানাঙ্ক: ৬°৫৩′ উত্তর ৬°২৭′ পশ্চিম / ৬.৮৮৩° উত্তর ৬.৪৫০° পশ্চিম / 6.883; -6.450[১]
CountryIvory Coast
DistrictSassandra-Marahoué
RegionHaut-Sassandra
DepartmentDaloa
আয়তন
 • মোট১,০৮০ বর্গকিমি (৪২০ বর্গমাইল)
উচ্চতা২৯৯ মিটার (৯৮১ ফুট)
জনসংখ্যা (2021 census)[৩]
 • মোট৪,২১,৮৭১
 • জনঘনত্ব৩৯০/বর্গকিমি (১,০০০/বর্গমাইল)
 • City২,৪৫,৩৬০[২]
 (2014 census)
সময় অঞ্চলGMT (ইউটিসি+0)

দালোয়া পশ্চিম আফ্রিকার রাষ্ট্র কোত দিভোয়ার বা আইভরি কোস্টের পশ্চিমভাগে অবস্থিত একটি নগরী। এটি একই সাথে সাসঁদ্রা-মারাউয়ে জেলা ও ও-সাসঁদ্রা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র। এছাড়া এটি দালোয়া দেপার্ত্যমঁ বা জেলারও প্রশাসনিক কেন্দ্র ও একই সাথে একটি সু-প্রেফেকত্যুর। ২০১৪ সালের জনগণনা অনুযায়ী ১৪৪ বর্গকিলোমিটার আয়তনের শহরটিতে প্রায় আড়াই লক্ষ অধিবাসী বাস করে, ফলে এটি দেশটির তৃতীয় বৃহত্তম শহর।[২] দালোয়া শহরটি কোত দিভোয়ারের রাজধানী ইউয়ামুসুক্রো থেকে পশ্চিম দিকে অবস্থিত। এটি একটি কৃষি অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। বিশেষ করে এখানে কোকো বীজের বাণিজ্য চলে। নগরটিতে একটি বিমানবন্দর আছে, যার নাম দালোয়া বিমানবন্দর। এখানে দালোয়া রোমান ক্যাথলিক ধর্মপ্রদেশের অধ্যক্ষ কাতেদ্রাল দ্যু ক্রিস্ত-রোয়া নামক মহাগির্জায় বসেন।

দর্শনীয় স্থানের মধ্যে আছে কাসকাদ দ্য লা মারাউয়ে নামক ছবির মতো সুন্দর কিছু জলপ্রপাত, যা দালোয়ার কাছেই অবস্থিত; মার্শে দ্য দালোয়া বা দালোয়ার প্রধান বাজার, যেখানে ঐতিহ্যবাহী কুটিরশিল্পজাত দ্রব্যের পাশাপাশি টাটকা খাবার ও মসলা কিনতে পাওয়া যায়; গ্রঁদ মোস্কে দ্য দালোয়া নামক মসজিদটি শহরের বড় মসজিদ, যা অঞ্চলটির ইসলামী ঐতিহ্যের প্রতিফলন। দালোয়ার চারপাশের অঞ্চলে আছে বিভিন্ন কৃষি খামার, তবে সবচেয়ে উল্লেখযোগ্য কৃষিদ্রব্য হল কোকো, যা চকলেট বানাতে ব্যবহৃত হয়। দর্শনার্থীরা ঐসব খামার ঘুরে দেখতে পারেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ivory Coast Cities Longitude & Latitude"। sphereinfo.com। ১৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১০ 
  2. Citypopulation.de Population of cities & localities in Ivory Coast
  3. Citypopulation.de Population of regions and sub-prefectures of Ivory Coast