বিষয়বস্তুতে চলুন

দায়ারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দায়ারা হলো সেনেগালের ঐতিহ্যবাহী কুরআনী স্কুলগুলির নামকরণের জন্য দেয়া উপাধি যেসব স্কুল বহু শতাব্দী ধরে পশ্চিম আফ্রিকার দেশগুলিতে সকল স্তরের মানুষের জন্য ইসলামী শিক্ষা নিশ্চিত করার জন্য সুপরিচিত।

দায়ারা গুলি প্রায়শই শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দিয়ে থাকে, যা পশ্চিম আফ্রিকার অনেক মুসলমানের কাছে শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে বিবেচিত হয়। দায়ারা সম্পর্কে জালাত [] এবং জাতিসংঘের মতো সংস্থাগুলি ঘন ঘন নির্যাতন এবং "সমসাময়িক দাসত্ব" সম্পর্কিত সংবাদ প্রকাশ করেছে। এই রিপোর্টগুলিতে তালিব নামক শিশু ভিক্ষুকদের আর্থিক শোষণ এবং দুর্ব্যবহারের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। [] সেনেগালের অনেক তালিব ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করে যাতে তাদের চিকিৎসার ও যত্নের প্রয়োজন হয় এবং দায়ারাগুলি থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১ 
  2. "xalaat"xalaat। ২০১৬-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-১৯ 
  3. "Thousands of children are abused in Senegal's religious schools"The Economist। ১১ জুন ২০১৯।