থনবুরি জেলা

স্থানাঙ্ক: ১৩°৪৩′৩০″ উত্তর ১০০°২৯′৯″ পূর্ব / ১৩.৭২৫০০° উত্তর ১০০.৪৮৫৮৩° পূর্ব / 13.72500; 100.48583
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
থন বুড়ি
ธนบุรี
নদী থেকে অয়াত কানলয়া দেখা যাচ্ছে
নদী থেকে অয়াত কানলয়া দেখা যাচ্ছে
স্থানাঙ্ক: ১৩°৪৩′৩০″ উত্তর ১০০°২৯′৯″ পূর্ব / ১৩.৭২৫০০° উত্তর ১০০.৪৮৫৮৩° পূর্ব / 13.72500; 100.48583
CountryThailand
প্রদেশব্যাংকক
Seatব্যং ই রুইয়া
আয়তন
 • মোট৮.৫৫১ বর্গকিমি (৩.৩০২ বর্গমাইল)
জনসংখ্যা (২০০৩)
 • মোট১,৭৫,৭৬৮
 • জনঘনত্ব২০,৫৫৫/বর্গকিমি (৫৩,২৪০/বর্গমাইল)
সময় অঞ্চলICT (ইউটিসি+7)
পোস্টাল কোড১০৬০০
ভৌগোলিক কোড১০১৫

থনবুড়ি (থাই: ธนบุรี; আইপিএ: [tʰōn būrīː]) হল ৫০ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা যেটি ব্যংককে অবস্থিত। চাও পায়া নদীর পশ্চিম তীরে, এটি থন বুড়ি প্রদেশের অংশ ছিল। এর প্রতিবেশী জেলাগুলো হল (উত্তর থেকে ঘড়ির কাটা অনুসারে) ব্যংকক ইয়াই, প্রা নাখন, ক্লং সান, ব্যং খ লায়েম, রাত বুরানা, চম থং এবং ফাসি ছারোয়েম।

ইতিহাস[সম্পাদনা]

থনবুড়ি জেলার নাম এমফয়ি রাতছাখুর ডাকা হত। কারণ এর কাছেই একই নামে আরেকটি স্থান ছিল। পরে এটি এমফয়ি ব্যাংক ইয়ি রুইয়া নামে নামকরিত হয় এবং সবশেষে এটি থনবুড়ি নামে নামকরিত হয় ১৭ এপ্রিল, ১৯৩৯ সালে।[১] এই জেলাটি থনবুড়ি প্রদেশের অন্তর্গত।

সান্তা ক্রুজ চার্চ

স্থানসমূহ[সম্পাদনা]

  • সান্তা ক্রুজ চার্চ
  • অয়াত কানলয়া
  • অয়াত ইনথারাম
  • ইয়ি রুইয়ার অয়াত সৈকত

শপিং মল[সম্পাদনা]

  • থা প্রা
  • বিগ সি ইসরাফাপ
  • রবিনসন লাডা
  • ম্যাক্র করন সানিতং
  • মেরি কিংস ওয়ন ইয়াং আই
  • বিগ সি দাও খানং

যাতায়াত[সম্পাদনা]

  • ওয়ঙ্গিয়ান ইয়াই হল বৃহৎ বাস যোগাযোগের মাধ্যম যেট ছাও প্রা নদীর পশ্চিম দিকে চলাচল করে।
  • ব্যংকক স্কাইট্রেইন স্টেশন থেকে ট্রেইনসমূহ এই জেলায় যাতায়াত করে।

তথ্যসমূহ[সম্পাদনা]

  1. พระราชกฤษฎีกาเปลี่ยนนามอำเภอ กิ่งอำเภอ และตำบลบางแห่ง พุทธศักราช ๒๔๘๒ (পিডিএফ)Royal Gazette (Thai ভাষায়)। 56 (0 ก): 354–364। এপ্রিল ১৭, ১৯৩৯। ফেব্রুয়ারি ১৯, ২০০৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৮, ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]