বিষয়বস্তুতে চলুন

তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম একটি ননসেন্স ছড়ার বই যার রচয়িতা বাঙালি চলচ্চিত্র পরিচালক ও সাহিত্যিক সত্যজিৎ রায়। এই বইয়ে লুইস ক্যারলের ‘‘জ্যাবারওয়কি’’-র একটি অনুবাদ রয়েছে। এছাড়া এডওয়ার্ড লিয়ার এবং হিলেয়ার বেলকের কিছু লেখারও অনুবাদ রয়েছে। বইটি কলকাতার আনন্দ পাবলিশার্স প্রা. লি. থেকে ২ মে ১৯৮৬ সালে প্রকাশিত হয়।[] লেখক নিজেই বইটির প্রচ্ছদ এঁকেছিলেন। বইটিতে সাতটি অনূদিত ছড়া ও একটি গল্প রয়েছে।

  • ‘পাপাঙ্গুল’
  • ডং
  • লিমেরিক
  • পিপলি বিলের ধারের সাতটি পরিবারের ইতিকথা
  • জবরখাকি
  • রামপাগলের গান
  • মেছো গান
  • আদ্যি বুড়োর পদ্যি
  • হেসরি কিং-এর অকালমৃত্যু
  • তিন ভিখিরি।

‘পিপলি বিলের ধারের সাতটি পরিবারের ইতিকথা’ ছাড়া বাকিগুলো ছড়া।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম - সত্যজিৎ রায়"প্রথম আলো। ৫ ফেব্রুয়ারি ২০১৫।