তুরাবুল হক দরগাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হযরত তুরাবুল হকের মাজার।
রাতে সময় পারভানি দরগাহর বার্ষিক উৎসব
পারভানি
परभणी
پربھنی
শহর
স্থানাঙ্ক: ১৯°১৬′ উত্তর ৭৬°৪৭′ পূর্ব / ১৯.২৭° উত্তর ৭৬.৭৮° পূর্ব / 19.27; 76.78

হযরত তুরাবুল হক সাহাব দরগাহ(মারাঠি / হিন্দি: हजरत सय्यद शाह तुराबुल हक साहब दर्गा)(উর্দু: حضرت سیّدشاہ ترابُ الحق رحمتہ), তুরাতপীর বাবা(तुरतपीर बाबा) নামেও পরিচিত, প্রখ্যাত সুফি সাধক হযরত তুরাবুল হক, যিনি জীবনের শেষ সময়ের অধিকাংশ সময় পারভনিতে অতিবাহিত করেন, এর মাজার শরীফ।[১][২] দরগাহস্থলে পালিত বার্ষিক মেলার, যা ১০৮ বছর পুরানো মেলা, জন্য দরগাহটি অধিক পরিচিতি। ২-১৫ ফেব্রুয়ারির মধ্যে মেলা উপলক্ষ্যে দরগাহে বিভিন্ন ধর্মের এবং বিশ্বাসের হাজারো ভক্ত, অনুসারী একত্রিত হন।[৩][৪] পারভনিতে অবস্থিত এই দরগাহটি সকল ধর্মের ঐক্যের প্রতীক হিসেবে গণ্য হয়ে থাকে। দরগাহটির আশপাশ রাজ্যগুলো থেকে অনেক মানুষ দরগাহ জিয়ারত করতে আসেন।

নামের উৎপত্তি[সম্পাদনা]

প্রাচীনকালে, পারভানিতে দেবী পার্বতীর প্রচুর মন্দির থাকার কারণে এটি প্রাভাভতি নগরী নামে পরিচিত ছিল। প্রাভাভতির ভারতীয় অর্থ হল দেবী লক্ষী এবং পার্বতী।[৫] প্রাভাভতি থেকে বর্তমান নাম পারভানি নামটি গৃহীত হয়।[৬]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Parbhani, India"Encyclopedia Britannica। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৫ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৬ 
  3. "सय्यद शाह तुराबुल हक साहेब (फोटो फिचर)" (Marathi ভাষায়)। Sakal। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৫ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৬ 
  5. "Meaning of Prabhavati"bachpan.com। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৫ 
  6. "Parbhani District Gazetteers chapter 1"cultural.maharashtra.gov.in। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৫