তিব্বতীয় জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিব্বতীয় জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত২০০১; ২৩ বছর আগে (2001)
সদর দপ্তরতিব্বত
ফিফা অধিভুক্তিনেই
সভাপতিতিব্বত জেতসুন পেমা
ওয়েবসাইটtibetansports.org

তিব্বতীয় জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Tibetan National Football Association; এছাড়াও সংক্ষেপে টিএনএফএ নামে পরিচিত) হচ্ছে তিব্বতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই সংস্থাটি কাশাগ (তিব্বত মন্ত্রিসভা) দ্বারা অনুমোদিত এবং ভারতীয় আইনের অধীনে নিবন্ধিত।[১] এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর তিব্বতে অবস্থিত।

এই সংস্থাটি তিব্বতের গিয়ালিয়াম চেনমো মেমোরিয়াল গোল্ড কাপ-এর মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে তিব্বতীয় জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন চতুর্দশ দলাই লামার বোন জেতসুন পেমা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন থুপতেন দর্জি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Promoting sports in the Tibetan community: an interview with Kalsang Dhondup, the driving force behind Tibetan sports"। Tibet.net। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-৩১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:তিব্বতে ফুটবল