তালচের কয়লা খনি অঞ্চল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তালচের কয়লা খনি অঞ্চল ভারতের ওড়িশা রাজ্যের অনুগুল জেলার বাহ্মণী নদী উপত্যকায় অবস্থিত।

কয়লা খনি অঞ্চল[সম্পাদনা]

ভারতের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, তালের কোলফিল্ডে ৩৮.৬৫ বিলিয়ন টন কয়লা সঞ্চিত আছে, যা ভারতের সর্বোচ্চ। [১]

তালচের কোলফিল্ডে ৫০০ কিলোমিটার (১৯০ বর্গ মাইল) এলাকা জুড়ে রয়েছে।এই কয়লা ক্ষেত্রের কয়লা নিম্ন মানের , এখানকার খনির কয়লায় মাত্র ৩৫ শতাংশ স্থায়ী কার্বন, ৭০ শতাংশ মিশ্রিত পদার্থ এবং ২৫ শতাংশ অন্য পদার্থ।[২] ২০১১সালের হিসাবে, উড়িষ্যা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অংশে প্রায় এক হাজার টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাছে পাঠানো হয়। [৩]

ইতিহাস[সম্পাদনা]

১৮৩৭ সালে গোপালপ্রসাদের তালচের কোলফিল্ডে কয়লা পাওয়া যায়। ১৯২১ সালে ম্যান্ডস ভিলিয়ার্স দ্বারা হ্যান্ডিডহাউজ কয়লা খনি খুলে দেওয়া হয়। এনসিডিসি ১৯৬০ সালে দক্ষিণ বালাডাতে, ১৯৬২ সালে নন্দীড়া এবং ১৯৭২ সালে জগন্নাথে কয়েকটি খনি খুলেছিল। উৎপাদন 0.৯১ মিলিয়ন টন। তালচের কয়লফিল্ডকে পাঁচটি উৎপাদন বা প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়: তালচের, জগন্নাথ, কলিঙ্গ, লিঙ্গরাজ এবং হিংগুলা। [৪][৫][৬]

পরিবহন[সম্পাদনা]

১৯২২ সালে পূর্ব উপকূলে নেরুন্দি থেকে একটি রেল লাইন নিয়ে তালচার কয়ফিল্ড সংযুক্ত ছিল। 7

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Coal Resources of India (As on 1.1.2004)" (পিডিএফ)। Coal Wing, Geological Survey of India, Kolkata। ২৭ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১২ 
  2. Majid Hussain, Geography of India (for Civil Service Exams), pp. 6-8, Tata McGraw Hill
  3. "Rail roko hits coal supply in Talcher"The Telegraph। ১৮ ফেব্রুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০০৮ 
  4. "Talcher Coalfield"। Mahanadi Coalfields Limited। ৪ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০০৮ 
  5. "Collieries"। IRFCA। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০০৮ 
  6. "Mahanadi Coalfields Limited"। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]