তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
অবয়ব
নীতিবাক্য | Professionalism, Excellence, Respect |
---|---|
স্থাপিত | ২০০১ | (1985 as Computer Center)
পরিচালক | ড. বি এম মইনুল হোসেন [১] |
অবস্থান | , বাংলাদেশ ২৩°৪৩′৪৪″ উত্তর ৯০°২৩′৫৪″ পূর্ব / ২৩.৭২৯০° উত্তর ৯০.৩৯৮৩° পূর্ব[২] |
ওয়েবসাইট | iit |
ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় ( আইআইটিডিইউ ) একটি শিক্ষা প্রতিষ্ঠান যার লক্ষ্য তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। আইআইটি বর্তমানে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মধ্যে বিজ্ঞানের স্নাতক (BSSE), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাস্টার অব সায়েন্স ইন (MSSE), মাস্টার্স তথ্য প্রযুক্তি সালে (এমআইটি) এবং ইনফরমেশন টেকনোলজি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (PGDIT) বিষয়ে ডিগ্রী প্রদান করা হয়।
প্রতিষ্ঠা
[সম্পাদনা]জুন ২০০১-এর বার্ষিক অধিবেশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট পূর্ববর্তী কম্পিউটার সেন্টার (১৯৮৫ সালে প্রতিষ্ঠিত) রূপান্তর করে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIT) প্রতিষ্ঠা করে। উদ্দেশ্য ছিল তথ্যপ্রযুক্তি (আইটি) ক্ষেত্রে দক্ষ জনশক্তিকে প্রশিক্ষণ দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন করা।
পরিচালকদের তালিকা
[সম্পাদনা]নাম | থেকে | প্রতি | রেফারেন্স |
---|---|---|---|
এ এম হারুন অর রশিদ * | ১৩-মে-১৯৮৫ | ২৯ আগস্ট ১৯৮৯ | [১] |
অজয় কুমার রায় * | ৩০-আগস্ট-১৯৮৯ | ৩০-জুন-১৯৯৫ | |
মোঃ লুৎফর রহমান * | ০১-জুলাই-১৯৯৫ | ০৩-নভেম্বর-১৯৯৯ | |
আহমদ শফী * | ০৪-নভেম্বর-১৯৯৯ | ২৬-জুন-২০০১ | |
আহমদ শফী | ২৭-জুন-২০০১ | ২৪-জুলাই-২০০২ | |
একেএম মকবুলুর রহমান | ৩১-জুলাই-২০০২ | ২৯-জুলাই-২০০৫ | |
জেরিনা বেগম | ৩০-জুলাই-২০০৫ | ২৯-জুলাই-২০০৮ | |
মো. জুলফিকার হাফিজ | ৩০-জুলাই-২০০৮ | ২৯-জুলাই-২০১১ | |
মোঃ মাহবুবুল আলম জোয়ার্দ্দার | ৩০-জুলাই-২০১১ | ৩০-জুলাই-২০১৪ | |
কাজী মুহেমিন-উস-সাকিব | ০১-আগস্ট-২০১৪ | ০১-আগস্ট-২০১৭ | |
মোঃ শরিফুল ইসলাম | ০২-আগস্ট-২০১৭ | ০৫-আগস্ট-২০২০ | |
মোহাম্মদ শফিউল আলম খান | ০৬-আগস্ট-২০২০ | ০৫-আগস্ট-২০২৩ | |
বি এম মইনুল হোসেন | ০৬-আগস্ট-২০২৩ | বর্তমান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Faculty Members"। Institute of Information Technology।
- ↑ "Institute of Information Technology (IIT)"। Wikimapia।