বিষয়বস্তুতে চলুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা রিপোর্টার্স ইউনিটি
গঠিত২৬ মে ১৯৯৫
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.dru.com.bd

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলাদেশে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন। রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ সংস্থা এবং অনলাইন মিডিয়ায় কর্মরত প্রতিবেদকরা এ সংগঠনের সদস্য। ডিআরইউর বর্তমান সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।[]

ইতিহাস

[সম্পাদনা]

প্রতিবেদকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মান রক্ষা এবং সদস্যদের জন্য কল্যাণধর্মী কর্মসূচী পরিচালনার জন্য ১৯৯৫ সালের ২৬ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ২,০০০। ঢাকার সেগুনবাগিচায় ডিআরইউর কার্যালয় অবস্থিত।

কার্যক্রম

[সম্পাদনা]

ডিআরইউ এর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের পাশাপাশি আলোচনাসভা, মিট দ্যা রিপোর্টার্সসহ বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। ডিআরইউ “রিপোর্টার্স ভয়েজ” (প্রতিবেদকদের কণ্ঠ) নামে নিয়মিতভাবে একটি স্যূভেনির প্রকাশ করে। এই নামে ডিআরইউর একটি অনলাইন সাময়িকী রয়েছে। এছাড়া সদস্যদের উৎসাহিত করার জন্য বর্ষসেরা প্রতিবেদকদের দেয়া হয় ”সেরা প্রতিবেদন পুরস্কার”।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. [www.prothomalo.com/bangladesh/capital/ur51613 "ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান সোহেল"] |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)The Daily Star। সংগ্রহের তারিখ www.thedailystar.net/news/bangladesh/news/akon-sohel-new-dru-president-gs-3765221  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২২ জন"The Daily Star, Dec 1, 2024। সংগ্রহের তারিখ Akon, Sohel new DRU president, GS  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)