ঢাকা মশক নিবারণী দপ্তর
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৪৮ |
অধিক্ষেত্র | বাংলাদেশ সরকার |
সদর দপ্তর | ঢাকেশ্বরী, লালবাগ, ঢাকা |
সংস্থা নির্বাহী |
|
মূল সংস্থা | স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় |
ঢাকা মশক নিবারণী দপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। তবে সরকারি প্রতিষ্ঠান হলেও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে চালানো হচ্ছে এই দপ্তরটিকে। ম্যালেরিয়া মোকাবিলা ও মশা মারার কাজ করতে ঢাকায় এই দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছিলো।[১]
ইতিহাস[সম্পাদনা]
ঢাকার ম্যালেরিয়া নিরোধের লক্ষ্যে ১৯৪৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মশক নিয়ন্ত্রণ স্কিম প্রতিষ্ঠা করা হয়। ১৯৮০ এর শুরুর দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পলাশীর ৩৯ একর জমির উপর এর সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে একে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে নামকরণ করা হয় ঢাকা মশক নিবারণী দপ্তর।[১][২]
আরো দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "পরিক্রমা, ঢাকা মশক নিবারণী দপ্তর"। nayashatabdi24.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৬।
- ↑ "অফিসের নাম 'ঢাকা মশক নিবারণী দপ্তর'"। www.banglatribune.com। সংগ্রহের তারিখ ২০২২-১২-১৬।