ঢাকা নগর ভবন

স্থানাঙ্ক: ২৩°৪৩′২৫″ উত্তর ৯০°২৪′২৩″ পূর্ব / ২৩.৭২৩৭০৬৫° উত্তর ৯০.৪০৬২৮৭৫° পূর্ব / 23.7237065; 90.4062875
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঢাকা নগর ভবন ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত একটি ভবন। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের ও সভা-সমাবেশের কার্যালয়। ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পিছনে, গোলাপশাহ সড়ক দ্বীপ থেকে পশ্চিমে প্রবাহিত হাফেজ্জী হুজুর সড়কে অবস্থিত।

নগর ভবনের সম্মুখ দৃশ্য

স্থাপত্য[সম্পাদনা]

ভবনটির নকশাকারী হলেন এ. ইমামুদ্দিন ও লাইলুন নাহার একরাম এবং এটি নির্মাণকাজ ১৯৯৫ সালে সম্পন্ন হয়। এটি ১৫ তলা বিশিষ্ট একটি ভবন যার মধ্যে রয়েছে অফিস, একটি ব্যাংক, সভা কক্ষ, একটি যাদুঘর, ডাইনিং সুবিধা, একটি প্রার্থনা হল, মেয়র অফিস, এবং সাধারণ মানুষের হল। ভবনটির প্রবেশদ্বার ও পিছনে প্রচুর কলাম এবং খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে। ভবনটি পূর্ব ও পশ্চিম ব্লকে বিভক্ত। উত্তর এবং দক্ষিণ মুখে ভবনের উপরে দুটি ঘড়ি আছে। ভবনটির সামনে একটি বাগান রয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)দক্ষিণ সিটি করপোরেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]