ড্যানি ভেরিসসিমো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড্যানি ভেরিসিমো
২০১৭ সালে ভেরিসিমো
জন্ম (1982-06-27) ২৭ জুন ১৯৮২ (বয়স ৪১)
ভিট্রি-সুর-সেইন (দক্ষিণ প্যারিস), ফ্রান্স
অন্যান্য নামড্যানি ভেরিসিমো-পেটিট, অ্যালি ম্যাক টায়না, অ্যালি ভেরিসিমো
কর্মজীবন২০০১ - বর্তমান
উচ্চতা১.৬০ মি (৫ ফু ৩ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীরডলফ ভেরিসিমো (১০ নভেম্বর ২০০১ - ২৯ মার্চ ২০০৫) (তালাকপ্রাপ্ত)

ড্যানি ভেরিসিমো (জন্ম: ২৭শে জুন, ১৯৮২), একজন ফরাসি অভিনেত্রী এবং মডেল। তিনি মূলত ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত একটি মূলধারার কর্মজীবন শুরু করার আগে অ্যালি ম্যাক টায়ানা মঞ্চের নামে একজন পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসাবে কাজ করেছিলেন। তিনি ড্যানি ভেরিসিমো-পেটিট নামটিও ব্যবহার করেন।

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

মালাগাসি মা এবং একজন ফরাসি বাবার সন্তান, যারা তার জন্মের আগে আলাদা হয়ে গিয়েছিলেন, ভেরিসিমো তার শৈশব ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নাইজেরিয়াতে কাটিয়েছেন। [১] ফ্রান্সে, তিনি ভিট্রি-সুর-সেইনে থাকতেন। ভেরিসিমো একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Interview - Dany Verissimo (Banlieue 13)"Ecran Large। ২৫ মে ২০০৫। 

বহিঃসংযোগ[সম্পাদনা]