ড্যানিয়েল এম আলবার্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড্যানিয়েল এম আলবার্ট

ড্যানিয়েল এম. অ্যালবার্ট (জন্ম ১৯ ডিসেম্বর, ১৯৩৬) একজন মার্কিন চক্ষুরোগ বিশেষজ্ঞ, চোখের ক্যান্সার গবেষক, চিকিৎসা ইতিহাসবিদ, এবং দুর্লভ বই এবং চোখের যন্ত্রপাতি সংগ্রাহক। ২০১৮ সাল পর্যন্ত, তিনি কেসি আই ইনস্টিটিউট, ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির চক্ষুবিদ্যার অধ্যাপক ছিলেন।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

অ্যালবার্ট ১৯৩৬ সালের ১৯ ডিসেম্বর নিউ জার্সির নিউয়ার্কে জন্মগ্রহণ করেন[১] তিনি উইকাহিক হাই স্কুলে পড়েন।[২] তিনি পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টারের ফ্র্যাঙ্কলিন এবং মার্শাল ইউনিভার্সিটিতে জীববিজ্ঞান অধ্যয়ন করেন, ১৯৫৮ সালে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে তার মেডিকেল ডিগ্রি অর্জন করেন।[১][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Profile of Dr. Daniel Albert, McPherson Eye Research Institute, University of Wisconsin
  2. "Conversation Between Alfred Sommer, MD MHS and Daniel M. Albert, MD", American Academy of Ophthalmology, October 15, 2010. Accessed September 19, 2019. "DAN: Newark didn’t have the specialty type schools that New York did, but it was sound education. I ended up at Weequahic High School, which was made famous in Portnoy's Complaint..."
  3. Daniel Albert, American Academy of Ophthalmology Laureate Award

বহিঃসংযোগ[সম্পাদনা]