ডোনাল্ডো ম্যাসেডো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডোনাল্ডো ম্যাসেডো (ইংরেজি: Donaldo Macedo; জন্ম ১৯৫০) একজন অন্তরীণ ভার্দে-আমেরিকান সমালোচনা তাত্ত্বিক, ভাষাবিদ ও সাহিত্য বিশেষজ্ঞ। [১] ম্যাসেডো ইংরেজির অধ্যাপক এবং ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের মুক্ত শিল্প ও শিক্ষার একজন নামকরা শিক্ষক। একই বিশ্ববিদ্যালয়ের প্রায়োগিক ভাষাবিজ্ঞান কলা স্নাতকোত্তর কর্মসূচির তিনি কর্মসূচি পরিচালক ছিলেন।

ভাষাবিজ্ঞান, সমালোচনা সাহিত্য, দ্বিভাষিক ও বহুসংস্কৃতি শিক্ষায় তার বেশ অনেকগুলো প্রকাশনা রয়েছে। তার প্রকাশনার মধ্যে রয়েছে: Literacy: Reading the Word and the World (পাউলো ফ্রিয়েরের সাথে , ১৯৮৭), Literacies of Power: What Americans Are Not Allowed to Know (১৯৯৪), Dancing With Bigotry (লিলিয়া বার্তোলমের সাথে, ১৯৯৯), Critical Education in the New Information Age (ম্যানুয়েল ক্যাস্টেলস, রামোন ফ্লেকা, পাউলো ফ্রিয়েরে, হেনরি জিরোক্স ও পল উইলিসের সাথে, ১৯৯৯), Chomsky on Miseducation (নোম চম্‌স্কি-র সাথে , ২০০০) এবং Ideology Matters (২০০২)।[২]

অনুবাদ ও ফ্রিয়েরের বই সম্পাদনা, ও একইসাথে ফ্রিয়েরের কাজের সমালোচনা ম্যাসেডোর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে পড়ে।

ম্যাসাচুসেটসের ম্যাসেডো একজন বহিরাগত অভিবাসী হিশেবে বড় হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ডোনাল্ডো ম্যাসেডো &#১২৪; ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়"। ৩০ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২০ 
  2. "Archived copy"। ১৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]