ডেমোডেক্স
ডেমোডেক্স হলো অতিক্ষুদ্র পরজীবী প্রাণীদের গণ যারা স্তন্যপায়ী প্রাণীদের চুলের ফলিকলসে র ভেতর বা নিকটে বসবাস করে। এ পর্যন্ত প্রায় ডেমোডেক্স গণের ৬৫ টি প্রজাতি আবিস্কৃত হয়েছে।[১] এদের মধ্যে দুটি প্রজাতি মানবশরীরে বাস করে: ডেমোডেক্স ফলিকিউলারাম ও ডেমোডের্স ব্রেভিস, উভয়কেই আইল্যাশ মাইটস হিসেবে উল্লেখ করা হয়। ভিন্ন প্রজাতির প্রাণীরা ভিন্ন প্রজাতির ডেমোডেক্স বহন করে। ডেমোডেক্স ক্যানিস পোষা কুকুরের শরীরে বাস করে। ডেমোডেক্সের সংক্রমণ অতি সাধারণ এবং সচরাচর এটি কোনো উপসর্গ সৃষ্টি করেনা যদিও কিছু ত্বকের রোগ এ পরজীবী দ্বারা হয়ে থাকে। ডেমোডেক্স শব্দটি গ্রিক δημός ডিমোস তথা চর্বি ও δήξ ডিকস তথা কীট, থেকে উৎপন্ন।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
বহিঃসংযোগ[সম্পাদনা]

উইকিমিডিয়া কমন্সে ডেমোডেক্স সংক্রান্ত মিডিয়া রয়েছে।

উইকিপ্রজাতিতে-এ বিষয় সম্পর্কিত তথ্য রয়েছে: ডেমোডেক্স
- এম. হালিত উমর রচিত Demodex, an inhabitant of human hair follicles, and a mite which we live with in harmony, মিক্সকেপ ম্যাগাজিনের মে ২০০০ সংখ্যায় প্রকাশিত
- ম্যানোলেট আর রক, এমডি রচিত নিবন্ধ- Demodicosis (ইংরেজি)
- টি. জে. ডান জুনিয়র রচিত Demodetic Mange in Dogs (ইংরেজি)