বিষয়বস্তুতে চলুন

ডেভ ক্যান্টারবারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেভ ক্যান্টারবারি
ডেভিড ক্যান্টারবারি ডুয়াল সারভাইভালে
জন্ম (1963-10-19) অক্টোবর ১৯, ১৯৬৩ (বয়স ৬০)
মার্কিন যুক্তরাষ্ট্র
আনুগত্য যুক্তরাষ্ট্র
সেবা/শাখাUnited States Army seal United States Army
পদমর্যাদাসার্জেন্ট

ডেভ ক্যান্টারবারি (জন্ম:(১৯৬৩-১০-১৯)১৯ অক্টোবর ১৯৬৩) হল মার্কিন অভিযাত্রী,লেখক এবং সামরিক বাহিনীর সার্জেন্ট।তিনি পরিচিত ২০১০সালের ডিসকভারি চ্যানেলের ডুয়াল সারভাইভাল নামক অনুষ্ঠানের জন্য।[]

কর্মজীবন

[সম্পাদনা]

২০১০সালে তিনি ডিসকভারি চ্যানেলের ডুয়ালসারভাইভাল নামক ডিসকভারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন[]।এই অনুষ্ঠানের জন্য তিনি বিখ্যাত।এই অনুষ্ঠানে তিনি ২টি সিজনে কাজ করেন[]।নিউ ইয়র্ক টাইমসের মত ২০১৪ সালে তার লেখা বুশক্রাফট ১০১ নামক বইটি বেশি বিক্রি হওয়া বইদের মধ্যে অন্যতম।প্রথমে তিনি সরীসৃপের খামার কাজ করতেন।[] এরপর ফ্লোরিডার গাড়ি চালক হিসেবে কাজ করলেও তিনি এখন ওহিওতে।[] তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।তার নাম পাথফাইন্ডার স্কুল এলএলসি।তিনি সেখানে প্রশিক্ষক হিসেবে কাজ করেন।[]।তিনি এই বিদ্যালয় বেচে থাকার নিয়ম শেখান।ডেভের ইউটিউবে চ্যানেল আছে।সেখানে তিনি নিজের প্রশিক্ষণ সম্প্রচার করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ডেভ ক্যান্টারবারি"দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩মার্চ,২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)