ডিপওয়াটার হরাইজন (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিপওয়াটার হরাইজন
Deepwater Horizon
পরিচালকপিটার বার্গ
প্রযোজক
চিত্রনাট্যকারম্যাথু মাইকেল কার্নাহেন
ম্যাথু স্যান্ড
কাহিনিকারম্যাথু স্যান্ড
উৎসডেভিড বার্স্টো, ডেভিড এস. রোড ও স্টেফানি সোল কর্তৃক 
ডিপওয়াটার হরাইজন্‌স ফাইনাল আওয়ার্স
শ্রেষ্ঠাংশে
সুরকারস্টিভ জব্ল‌নস্কি
চিত্রগ্রাহকএনরিক চেদিয়াক
সম্পাদককলবি পার্কার
গ্যাব্রিয়েল ফ্লেমিং
প্রযোজনা
কোম্পানি
পার্টিশিপেন্ট মিডিয়া
দি বনাভেঞ্চুরা পিকচার্স
পরিবেশকসামিট এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ১৩ সেপ্টেম্বর ২০১৬ (2016-09-13) (টরন্টো)
  • ৩০ সেপ্টেম্বর ২০১৬ (2016-09-30) (যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১০৭ মিনিট[১]
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১১০ মিলিয়ন
আয়$১১৯.৫ মিলিয়ন[২]

ডিপওয়াটার হরাইজন পিটার বার্গ পরিচালিত ২০১৬ সালের দুর্যোগ বিষয়ক চলচ্চিত্র। ২০১০ সালে প্রকাশিত ডেভিড বার্স্টো, ডেভিড এস. রোড ও স্টেফানি সোলের ডিপওয়াটার হরাইজন্‌স ফাইনাল আওয়ার্স নিবন্ধ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন ম্যাথু মাইকেল কার্নাহেনম্যাথু স্যান্ড। এতে অভিনয় করেছেন মার্ক ওয়ালবার্গ, কার্ট রাসেল, জন মালকোভিচ, জিনা রদ্রিগেজ, ডিলন ও'ব্রায়ান, কেট হাডসন প্রমুখ।

২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়[৩] এবং ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ছবিটি একটি বিভাগে বাফটা পুরস্কার এবং দুইটি বিভাগে একাডেমি পুরস্কার-এর মনোনয়ন লাভ করে।[৪]

কুশীলব[সম্পাদনা]

নির্মাণ[সম্পাদনা]

২০১১ সালে ৮ মার্চ সামিট এন্টারটেইনমেন্ট, পার্টিশিপেন্ট মিডিয়া, ও ইমেজ ন্যাশন ২০১০ সালের ২৫ ডিসেম্বর দ্য নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত ডেভিড বার্স্টো, ডেভিড এস. রোড, ও স্টেফানি সোলের ডিপওয়াটার হরাইজন্‌স ফাইনাল আওয়ার্স নিবন্ধের স্বত্ব কিনে নেয়। এই নিবন্ধে ২০১০ সালের ডিপওয়াটার হরাইজন বিস্ফোরণ ও তেল ছড়িয়ে পড়ার ঘটনা বিবৃত ছিল। লরেঞ্জু দি বনাভেঞ্চুরা তার দি বনাভেঞ্চুরা পিকচার্সের ব্যানারে প্রযোজনা করার সিদ্বান্ত নিলে ম্যাথু স্যান্ড ছবিটির চিত্রনাট্য লেখার দায়িত্ব লাভ করেন।[৫]

পুরস্কার[সম্পাদনা]

বছর পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
২০১৬ টিন চয়েস পুরস্কার টিন এন্টিসিপেটেড চলচ্চিত্র অভিনেতা ডিলন ও'ব্রায়ান বিজয়ী [৬]
২০১৭ ন্যাশনাল বোর্ড অব রিভিউ অব মোশন পিকচার্স স্পটলাইট পুরস্কার মার্ক ওয়ালবার্গপিটার বার্গ (যুগ্মভাবে প্যাট্রিয়ট্‌স ডের জন্য) বিজয়ী [৭]
পিপল’স চয়েজ পুরস্কার প্রিয় নাট্য চলচ্চিত্র ডিপওয়াটার হরাইজন মনোনীত [৮]
অ্যানি পুরস্কার অ্যানিমেশন ইফেক্ট রাউল এসিগ, মার্ক চ্যাটাওয়ে, জর্জ কুরুভিলা, ও মিহাই সিওরোবা মনোনীত [৯]
বাফটা পুরস্কার সেরা শব্দগ্রহণ মাইক প্রেস্টউড স্মিথ, ড্রর মোহার, উইলি স্টেটম্যান, ও ডেভিড ওয়াইমেন মনোনীত [১০]
একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা উইলি স্টেটম্যান, ও রেনে তনদেল্লি মনোনীত
শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্টস ক্রেইগ হ্যামক, জ্যাসন স্নেল, জ্যাসন বিলিংটন, ও বার্ট ডাল্টন মনোনীত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "DEEPWATER HORIZON"ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্ল্যাসিফিকেশন। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  2. "Deepwater Horizon"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  3. জাফর, আলি (২৬ জুলাই ২০১৬)। "Toronto To Open With 'The Magnificent Seven'; 'La La Land', 'Deepwater Horizon' Among Galas & Presentations"ডেডলাইন। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  4. হিপস, প্যাট্রিক (২৪ জানুয়ারি ২০১৭)। "Oscar Nominations: 'La La Land' Ties Record With 14 Noms; 'Arrival' & 'Moonlight' Snag 8 Apiece"ডেডলাইন। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  5. ফ্লেমিং, মাইক (৮ মার্চ ২০১১)। "Summit, Participant And Imagenation Target Oil Rig Tragedy"ডেডলাইন। ২২ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  6. ক্রিস্ট, অ্যালিসন (৩১ জুলাই ২০১৬)। "Teen Choice Awards: Winners List"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  7. "2016 Award Winners"ন্যাশনাল বোর্ড অব রিভিউ অব মোশন পিকচার্স। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  8. "2017 People's Choice Awards nominees"ইউএসএ টুডে। ১৫ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  9. "44TH ANNUAL ANNIE AWARDS NOMINEES & WINNERS"অ্যানি পুরস্কার। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  10. রিটম্যান, আলেক্স (৯ জানুয়ারি ২০১৭)। "BAFTA Awards: 'La La Land' Leads Nominations"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭