ডিন জোন্স (অভিনেতা)
ডিন জোন্স | |
---|---|
Dean Jones | |
১৯৬৬ সালে জোন্স | |
জন্ম | ডিন ক্যারল জোন্স ২৫ জানুয়ারি ১৯৩১ ডিক্যাটর, অ্যালাবামা, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১ সেপ্টেম্বর ২০১৫ লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৪)
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৫৬-২০০৯ |
দাম্পত্য সঙ্গী | মে ইনেজ এন্টউইস্লি (বি. ১৯৪৫; বিচ্ছেদ. ১৯৭১) লরেটা ব্যাশাম (বি. ১৯৭৩; মৃ. ২০১৫) |
সন্তান | ৩ |
ডিন ক্যারল জোন্স (ইংরেজি: Dean Carroll Jones; ২৫ জানুয়ারি ১৯৩১ - ১ সেপ্টেম্বর ২০১৫) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি দ্যাট ডার্ন ক্যাট! (১৯৬৫)-এ এজেন্ট জেকে কেলসো, দ্য লাভ বাগ (১৯৬৮)-এ জিম ডগলাস, দ্য মিলিয়ন ডলার ডাক (১৯৭১)-এ অ্যালবার্ট ডুলি ও বিটোভেন (১৯৯২)-এ হারমান ভারনিক চরিত্রে অভিনয়ের জন্য প্রসিদ্ধ।[১] দ্য মিলিয়ন ডলার ডাক ছবিতে অভিনয় করে তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন অর্জন করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জোন্স ১৯৩১ সালের ২৫শে জানুয়ারি অ্যালাবামা অঙ্গরাজ্যের ডেক্যাটুর শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা অ্যান্ড্রু গাই জোন্স (১৯০১-১৯৭৯) ছিলেন একজন নির্মাণকর্মী ও মাতা নোলিয়া এলিজাবেথ উইলহিট (১৯০২-১৯৭৭)।[২]
মৃত্যু
[সম্পাদনা]জোন্স পারকিনসন রোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর ৮৪ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন।[৩] তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Dean Jones, star of 'The Love Bug,' dies at 84"। সান-সেন্টিনেল (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০১৫। ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ ফ্ল্যাহার্টি, মাইক (২ সেপ্টেম্বর ২০১৫)। "Dean Jones, Affable Star in ‘Love Bug’ and a Disney Fixture, Dies at 84"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ "Legendary Disney actor Dean Jones dies at 84"। সান-সেন্টিনেল (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ডিন জোন্স (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডিন জোন্স (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ডিন জোন্স (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে ডিন জোন্স (ইংরেজি)
- ১৯৩১-এ জন্ম
- ২০১৫-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- অ্যালাবামার অভিনেতা
- মার্কিন খ্রিস্টান
- মার্কিন কণ্ঠাভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন বেতার অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- ক্যালিফোর্নিয়ায় রোগ সংক্রান্ত মৃত্যু
- পারকিনসন রোগে মৃত্যু
- কোরীয় যুদ্ধের মার্কিন নৌ কর্মকর্তা