ডাল ভাত
অবয়ব
অন্যান্য নাম | ডাল চাউল |
---|---|
প্রকার | খাবার |
উৎপত্তিস্থল | ভারতীয় উপমহাদেশ |
অঞ্চল বা রাজ্য | ভারতীয় উপমহাদেশ |
সংশ্লিষ্ট জাতীয় রন্ধনশৈলী | বাংলাদেশ,ভারত, নেপাল |
প্রধান উপকরণ | চাল, সবজি, ডাল, চাটনি |
ডাল ভাত বা ডাইল ভাত (নেপালি: दालभात, ইংরেজি: Dal bhat, গুজরাটি: દાળ ભાત, মারাঠি: डाळ भात, অসমীয়া: দাইল ভাত/ডালি ভাত) হল দক্ষিণ এশিয়া উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার, যা বাংলাদেশ, ভারত ও নেপালের অনেক এলাকায় বিশেষ করে এসব দেশের গ্রামাঞ্চলে বেশ জনপ্রিয়।[১] এটি সেদ্ধ করা চাল (ভাত) এবং মসুর ডালের স্যুপ (ডাল) নিয়ে গঠিত। এটি এইসব দেশের একটি প্রধান খাদ্য। ভাত বা চাওল হল ইন্দো-আর্য ভাষায় একটি নির্দিষ্ট সংখ্যার সেদ্ধ চাল।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ভাত-ডাল খাবারের উপকারিতা"। প্রতিদিনের সংবাদ। ১৫ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-১১।