ডায়মন্ড ক্রাউন (চুরুট)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডায়মন্ড ক্রাউন হল ডোমিনিকান রিপাবলিকের জেসি নিউম্যান সিগার কোম্পানির জন্য ট্যাবাকালেরা এ. ফুয়েন্তের হাতে তৈরি সিগারের একটি মার্কা। জেসি নিউম্যান মূলত ১৯৪০, ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে ক্লিভল্যান্ড, ওহাইও এবং তারপরে টাম্পা, ফ্লোরিডাতে কিউবান তামাক দিয়ে এই চুরুট তৈরি করেছিলেন।

১৯৯৫ সালে, কোম্পানির চুরুট তৈরির ১০০তম বার্ষিকীকে স্মরণ করার জন্য নিউম্যান পরিবার কর্তৃক ডায়মন্ড ক্রাউন মার্কাটি পুনরায় চালু করা হয়েছিল।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Cigar Aficionado Magazine: 100 Years of Cigar Making"। ২০০৭-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-০৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]