ট্রেন্ডার-আভিসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ট্রেন্ডার-আভিসা নরওয়ের একটি আঞ্চলিক সংবাদপত্র। এটি নর্ড- ট্রান্দেলাগের স্টিঙ্কজার শহরে ছাপা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নর্ড-ট্রেন্দেলাগ (প্রতিষ্ঠা- ১৯১৯) এবং ইনট্রেন্দেলাগেন (প্রতিষ্ঠা- ১৮৯৭) উভয় পত্রিকার সদর দফতরে বোমা হামলার পরে এদের ইউনিয়ন হিসাবে এই পত্রিকাটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দুটি পত্রিকা মূলত নরওয়েজীয় সেন্টার পার্টি এবং লিবারেল পার্টির সাথে যুক্ত ছিল। এই সংযোগ এখনও কিছুটা হলেও বিদ্যমান। ট্রেন্ডার-আভিসা গ্রুপ নামে একটি সংস্থা এই সংবাদপত্র প্রকাশ করছে। [১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Can you make new revenues on old news?" (পিডিএফ)Tieto। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]