ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
অবয়ব
(ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ থেকে পুনর্নির্দেশিত)
| সংক্ষেপে | TCB |
|---|---|
| গঠিত | ১৯৭২ |
| সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা ভাষা |
| ব্রিগেঃ জেনাঃ মোঃ আরিফুল হাসান, পি.এস.সি | |
প্রধান প্রতিষ্ঠান | বাণিজ্য মন্ত্রণালয় |
| ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিভিন্ন বাণিজ্য ও ব্যবসায়ের মোকাবিলায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রনালয়ের একটি শাখা। [১] বর্তমানে টিসিবির চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পিএসসি [২]
ইতিহাস
[সম্পাদনা]মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের খাদ্য ও সংস্থার ঘাটতি মেটাতে ১৯৭২ সালে বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়।[৩] বাংলাদেশ সরকার ১৯৯৬ সালে ট্রেডিং কর্পোরেশনের কাঠামোর সংস্কার করে এবং এর কর্মীদের সংখ্যা হ্রাস করে। এটি বাংলাদেশে জরুরি অবস্থার সময় প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করে এবং কিছু আইটেম রফতানিও করে।[৪]
পণ্য
[সম্পাদনা]টিসিবি বাজারের স্থিথিশীলতা বজায় রাখতে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেঁজুর, রাইস ব্রান তেল, ইত্যাদি পণ্য বিদেশ থেকে আমদানি করে সরকারী নির্দেশনায় বাজারে বিক্রি করে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Siddiqi, Hafiz G. A. (২০০৪)। The readymade garment industry of Bangladesh। University Press Limited। পৃ. ৭৪–৭৬। আইএসবিএন ৯৭৮-৯৮৪-০৫-১৬৯৬-৪।
- ↑ "List of Officials"। tcb.gov.bd/ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১।
- ↑ "History Mission-Vision and Functions"। tcb.gov.bd/ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৯।
- ↑ অনুপম হায়াৎ (২০১২)। "ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট –টিসিবি