বিষয়বস্তুতে চলুন

টেমপ্লেট:তথ্যছক-Portal:Science/Featured picture

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সোনোলুমিনেসেন্স (Sonoluminescence) হল আলোর ক্ষুদ্র ক্সুদ্র এক ধরণের বিকিরণ। শব্দের মাধ্যমে যখন কোন তরলের বুদবুদের মধ্যে আন্দোলন সৃষ্টি করা হয় তখন এ বিকিরণ উৎপন্ন হয়। ১৯৩৪ সালে কলোন বিশ্ববিদ্যালয়ে সোনার নিয়ে কাজ করার সময় এই ক্রিয়াটি আবিষ্কৃত হয়। এইচ. ফ্রেঞ্জেল (H. Frenzel) এবং এইচ. শালটেস (H. Schultes) নামক দুজন বিজ্ঞানী ছবির ডেভেলপিং এর কাজে ব্যবহৃত তরলের মধ্যে উচ্চ কম্পাঙ্কের শব্দ প্রেরণ করেন। তারা ভেবেছিলেন এতে ছবি ডেভেলপিং দ্রুততর হবে। কিন্তু তারা লক্ষ্য করলেন যে ডেভেলপিং এর মাধ্যমে প্রাপ্ত ছবিতে কিছু উজ্জ্বল দাগ রয়ে গেছে। তারা তখন বুঝতে পারেন যে তরলের বুদবুদ থেকে আলো নিঃসরিত হচ্ছে।