টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৫ এপ্রিল ২০১৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


অ্যালেন গিন্সবার্গ (জুন ৩, ১৯২৬–এপ্রিল ৫, ১৯৯৭), মার্কিন কবি, লেখক, গীতিকার যিনি ১৯৫০-এর দশকের বিট প্রজন্ম এবং বিপরীত সংস্কৃতি আন্দোলনের নেতৃস্থানীয় ব্যক্তি। গিন্সবার্গ ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে সেপ্টেম্বর অন যশোর রোড একটি কবিতা রচনা করেন। ছবিটি উইকিমিডিয়া কমন্স, সিসি-বাই-এসএ ৩.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।